সিলেটকে বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর

ক্রিকেট দুনিয়া February 3, 2024 11,023
সিলেটকে বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর

বিপিএলের শুরুটা ভালো না হলেও ছয় ম্যাচের চারটিতে জিতে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছে রংপুর রাইডার্স। অন্যদিকে জার্সি আর অধিনায়ক বদলের পর চলতি বিপিএলে অধরা জয়ের দেখা পেয়েছিল সিলেট স্ট্রাইকার্স। ধারণা করা হচ্ছিল, এবার বোধ করি নিজেদের ফিরে পাওয়ার গল্প লিখবে সিলেট ফ্র্যাঞ্চাইজি। কিন্তু, সেই আশায় গুড়েবালি। ৭৭ রানের বড় হার দিয়ে বিপিএলের সিলেট পর্ব শেষ করেছে তারা।


শনিবার (৩ ফেব্রুয়ারি) টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সিলেট অধিনায়ক মোহাম্মদ মিথুন। ব্যাটিংয়ে নেমে সিলেটকে ১৬৩ রানের লক্ষ্য দেয় রংপুর। ব্যাটিংয়ে নেমে মাত্র ৮৫ রানেই গুটিয়ে যায় সিলেট। এতে ৭৭ রানের জয়ে সবাইকে পিছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স।


প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যান্ডন কিংকে হারায় রংপুর। ৩ বলে ১ রান করে সামিত প্যাটেলের বলে বোল্ড আউট হন তিনি। তবে তৃতীয় উইকেটে ফজলে রাব্বিকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন বাবর আজম।


দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৪৬ রান তুলতে পারে রংপুর। ২১ বলে ১৪ রান করে রাব্বি আউট হলে এদিন চার নম্বরে ব্যাট করতে আসেন সাকিব আল হাসান। তবে কোনো ভাবেই ব্যাটে আলো ছড়াতে পারছেন না এই বিশ্বসেরা অলরাউন্ডার। টেক্টরের বলে লেগ বিফোরে ফাঁদে পড়ে ডাক আউট হন তিনি।


এরপর ব্যাটিংয়ে এসেই তাণ্ডব শুরু করেন নুরুল হাসান সোহান। তবে অপর প্রান্তে তিন রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন বাবর আজম। ৩৭ বলে ৪৭ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন এই পাকিস্তানি ব্যাটার।


শেষ দিকে সোহানকে সঙ্গে দেন আজমতুল্লাহ ওমারজাই। ১৪ বলে ২২ রান করে আরিফুলকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন এই আফগান অলরাউন্ডার।


৩০ বলে ৪৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সোহান। রাজাকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন রাইডার্স অধিনায়ক। শেষ পর্যন্ত মোহাম্মদ নবির ৭ রান এবং শামীম পাটোয়ারীর ৬ বলে অপরাজিত ১০ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৬২ রানের লড়াকু পুঁজি পায় রংপুর রাইডার্স।


সিলেট স্ট্রাইকার্সের হয়ে সামিত প্যাটেল ও হ্যারি টেক্টর দুটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও রেজাউর রহমান রাজা, রিচার্ড এনগারাভা ও আরিফুল হক একটি করে উইকেট শিকার করেন।


রংপুরের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিলেট। শুরুতেই ৪ বলে ৬ রান করে আউট হন হ্যারি টেক্টর। আজমতুল্লাহ ওমারজাইয়ের বলে বোল্ড আউট হন এই আইরিশ ব্যাটার। ৩ বলে ১ রান করে সাজঘরে ফেরেন আরেক ওপেনার নাজমুল হাসান শান্তও।


সিলেট শিবিরের হাল ধরার চেষ্টা করেন সামিত প্যাটেল। কিন্তু অপর প্রান্ত থেকে উইকেট বিলাতে থাকেন বাকিরা। জাকির হোসেন (৪), মোহাম্মদ মিথুন (১) ও শামসুর রহমান শুভ ৩ রানের আউট হন।


পিচে বেশিক্ষণ টিকতে পারেননি সামিত প্যাটেলও। ২০ বলে ১১ রান করে সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন তিনি। ৫ রান করে তাকে সঙ্গ দেন আরিফুল হক। এতে দলীয় ৪৭ রানের ৭ উইকেট হারায় সিলেট।


কিন্তু পিচের এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন রাইয়ান বার্ল। ১১ বলে ৬ রান করে আউট হন নাইম হাসান। ৩২ বলে ৪৩ রান করে বার্ল আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় সিলেট।


১৭তম ওভারে নবিকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন এই বাঁহাতি ব্যাটার। পরের বলে এনগারাভা বোল্ড আউট হলে ১৯ বল হাতে থাকতেই ৮৫ রানের অলআউট হয় সিলেট। এতে ৭৭ রানের বড় জয় পায় রংপুর।


রংপুর রাইডার্সের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন শেখ মাহেদী হাসান ও মোহাম্মদ নবি। এ ছাড়াও সাকিব দুটি, আজমতুল্লাহ ওমারজাই ও হাসান মাহমুদ একটি করে উইকেট নেন।