পাঁচ ম্যাচ পর ঢাকাকে হারিয়ে সিলেটের প্রথম জয়

ক্রিকেট দুনিয়া February 2, 2024 4,285
পাঁচ ম্যাচ পর ঢাকাকে হারিয়ে সিলেটের প্রথম জয়

বিপিএলের দশম আসরে মাশরাফীর নেতৃত্বে পাঁচ ম্যাচের প্রতিটিতে হেরেছে সিলেট স্ট্রাইকার্স । নিজেদের ষষ্ঠম ম্যাচে মাশরাফীর পরিবর্তে দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মিথুন। অন্যদিকে ভাষার মাসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিশেষ জার্সি পরে মাঠে নামে সিলেট । নতুন অধিনায়ক, নতুন জার্সিতে ভাগ্য বদলের আশা ছিল তাদের। অবশেষে এতকিছু নতুনের ম্যাচে ৬ষ্ঠ ম্যাচে এসে এবারের আসরে প্রথম জয়ের দেখা পেল সিলেট স্ট্রাইকার্স।


টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ঢাকাকে ১৪৩ রানের লক্ষ্য দেয় সিলেট স্ট্রাইকার্স। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান তুলতে পারে তারা। এতে ১৫ রানের জয় পায় সিলেট স্ট্রাইকার্স।


প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই শামসুর রহমান শুভকে হারায় সিলেট। ইনিংসের প্রথম ওভারেই তাকে প্যাভিলিয়নে ফেরান শরিফুল ইসলাম। গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন শামসুর।


এরপর ব্যাট করতে নেমে বরাবরের মতো ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ঢাকার বিপক্ষেও জ্বলে উঠতে পারেননি তিনি। শরিফুলের বলে মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। রানের খাতা খোলার আগে ফিরেছেন জাকির হাসানও।


দলীয় ১৩ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলে সিলেট। সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন মোহাম্মদ মিঠুন ও সামিত প্যাটেল। এই জুটিতে আসে ৫৭ রান।


উইকেটে থিতু হয়ে ঝোড়ো ইনিংসের আভাস দিয়ে ফেরেন সামিতও। ৩২ বলে ৩২ রানে ফেরেন এই ব্যাটার।


তবে একপ্রান্ত আগলে রেখে ব্যক্তিগত ফিফটি তুলে নেন মিঠুন। ঢাকার বিপক্ষে ৩৬ বলে পঞ্চাশ ছুঁয়েছেন ডানহাতি এই ব্যাটার। শেষদিকে আরিফুলের ৯ বলে ২১ রানের ঝড়ো ইনিংসে এই পুঁজি পেয়েছে সিলেট।


সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় দুর্দান্ত ঢাকা। ইনিংসে দ্বিতীয় ওভারে রিচার্ড এনগাভারার বলে বোল্ড আউট হন নাঈম শেখ। ৬ বলে ২ রান করেন এই বাঁহাতি ওপেনার। এরপর ৯ বলে ১৩ রান করে এনগাভারার দ্বিতীয় শিকার হন সাইম আইয়ুব। লেগ বিফোরে কাঁটা পড়েন এই পাকিস্তানি ব্যাটার।


এরপর সাইফ হাসানকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অ্যালেক্স রোস। তবে ইনিংস বড় করতে পারেননি কেউই। ১৯ বলে ১৭ রান করে সাইফ রান আউট হলে, ১৮ বলে ২০ রান করে রাজার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন অজি ব্যাটার রোস। ৯ বলে চার রান করে ইরফান শুক্কুর।


সপ্তম উইকেটে অধিনায়ক মোসাদ্দেক হাসান সৈকতকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন গুলবাদিন নাইব। তবে পিচে থিতু হতে পারেননি সৈকত। ১৪ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন এই ডান হাতি ব্যাটার।


গুলবাদিন নাইব ১৮ বলে ১২ রান করে আউট হলে ম্যাচ থেকে ছিটকে রাজধানীর দলটি। এরপর আরাফাত সানি (২) ও শরিফুল ইসলাম (৫) আউট হলেও ব্যাট চালাতে থাকেন তাসকিন আহমেদ। শেষ ওভারের চার বলে তাসকিন ১৫ রান তুললেও হার এড়াতে পারে ঢাকা।


নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান তুলতে পারে তারা। এতে ১৫ রানের জয় পায় সিলেট স্ট্রাইকার্স। ১১ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলেন তাসকিন আহমেদ। ৬ বলে ৭ রান করে উসমান কাদিরও।


সিলেট স্ট্রাইকার্সের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন রিচার্ড এনগারাভা। দুই উইকেট শিকার করেন রেজাউর রহমান রাজা। এ ছাড়াও নাইম হাসান ও বেনি হাওয়েল একটি করে উইকেট নেন।