শর্ত সাপেক্ষে অবসর ভেঙে ফিরতে চান পাক ক্রিকেটার

ক্রিকেট দুনিয়া February 1, 2024 11,039
শর্ত সাপেক্ষে অবসর ভেঙে ফিরতে চান পাক ক্রিকেটার

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নতুন কিছু নয় । ক্রিকেট ইতিহাসে অনেকেই অভিমান ভেঙে কিংবা দেশের স্বার্থে অবসর ভেঙে মাঠে ফিরেছেন। এবার পাকিস্তানের তারকা ক্রিকেটার অবসর ভেঙে জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিলেন।


গেল বছরের নভেম্বরে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ইমাদ ওয়াসিম। দেশটির ক্রিকেট পরিচালক মোহাম্মদ হাফিজের কাছ থেকে ইতিবাচক বার্তা পাওয়ার পরও নিজের সিদ্ধান্ত বদলাননি তিনি। অবসরে যাওয়ার দুই মাস না পেরোতেই সুর বদলেছে ইমাদের। আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছেন এই অলরাউন্ডার।


ইমাদ ওয়াসিম বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত হয়েই সিদ্ধান্ত নিয়েছিলাম। দিন শেষে এটা আমারই সিদ্ধান্ত। কিন্তু আপনি জানেন না, কখন আপনাকে দলের প্রয়োজন হবে।’


জাতীয় দলের ফেরার ইঙ্গিত দিলেও সঙ্গে একটি শর্ত জুড়িয়ে দিয়েছেন ইমাদ। দলে নিজের ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা চান তিনি। পাকিস্তানি এই স্পিন বোলিং অলরাউন্ডার বলেন, ‘আমি আমার ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা চাই। এটা আমাকে দায়িত্ব দেয়ার বিষয়, একজন অধিনায়ক হিসেবেই নয়, সিনিয়র খেলোয়াড় হিসেবেও। পাকিস্তান সঠিক ক্রিকেট খেলুক, এটাই আমি চাই, ঠিক সমন্বয় আর ঠিক কৌশলে খেলুক।’


উল্লেখ্য, ২০১৫ সালে পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ইমাদ ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১২১টি ম্যাচ খেলেছেন।


পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও জাতীয় দল থেকে অবসর নেয়ার ৬ বছর পর আবারো ফিরে আলোচনা- সমালোচনার জন্ম দিয়েছিলেন। শুধু জাতীয় দলেই নয়, পিএসএলেও অবসর নিয়ে ফেরার কাণ্ড ঘটিয়ে রেখেছেন আফ্রিদি। নিজ দেশের সাবেক তারকার জীবন থেকে অনুপ্রাণিত হয়েছেন কিনা এমন প্রশ্ন অনেকের ।