হাসপাতালে ভর্তি হলো বিপিএলে হ্যাটট্রিক করা তারকা

ক্রিকেট দুনিয়া January 31, 2024 1,022
হাসপাতালে ভর্তি হলো বিপিএলে হ্যাটট্রিক করা তারকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর চলমান। তরুণ পেসার ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য মৃত্যুঞ্জয় চোধুরীর টুর্নামেন্টটিতে অভিষেক হয় ২০২২ সালে । বিপিএলে নিজের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে আলোচনায় আসেন তিনি ।


বাংলাদেশ সম্ভাবনাময় এক পেসার পেতে যাচ্ছে এমন কথাও শোনা যাচ্ছিল। যদিও ক্রিকেট থেকে আচমকা উধাও হয়ে যান মৃত্যুঞ্জয়। চলমান বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে নাম লেখানো এই পেস বোলিং অলরাউন্ডার সুযোগ পাননি এখন পর্যন্ত কোনো ম্যাচেই।


এর মধ্যেই পাওয়া গেল দুঃসংবাদটা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন এই ক্রিকেটার। বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে মৃত্যুঞ্জয়ের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এমনটাই নিশ্চিত করা হয়েছে।




এডমিনের করা পোস্টটিতে ক্রিকেটারের সুস্থতার জন্য দোয়া চেয়ে লেখা হয়েছে, ‘মোহাম্মদ মৃত্যুঞ্জয় বেশ কিছু দিন ধরে অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। সবাই তার জন্য দোয়া করবেন যাতে সে দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারে।’


২০২২ সালের বিপিএলে দারুণ পারফরম্যান্সের পর গত বছর মে মাসে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে অভিষেক হয় তার। সে ম্যাচে অবশ্য ৮ ওভারে ৬৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। ব্যাট হাতেও করেন মাত্র ৮ রান।


এরপর গত অক্টোবরে এশিয়ান গেমস ক্রিকেটে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতেও অভিষেক হয় তার। সে ম্যাচে ৪ রান করেন এবং বল হাতে ১৪ রান দেন তিনি। এরপর অক্টোবরেই বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে শ্রীলঙ্কা ইমার্জিংয়ের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচটাই তার খেলা সবশেষ ক্রিকেট ম্যাচ হয়ে আছে।