সাকিব গতকাল সিলেটে বিপিএলের ম্যাচ খেলেছেন। এরপর উড়াল দিয়েছেন ঢাকায়। সেখান থেকে আজ (বুধবার) পা ফেলেছেন নিজ এলাকা মাগুরাতে। তিনি যে এখন নিজ এলাকার নবনির্বাচিত সংসদ সদস্য। এদিন বিকেলে মাগুরা জেলা স্টেডিয়ামের মাঠে সাকিব ফুটবলও খেলেছেন।
টাইগার অধিনায়কের মাঠপ্রীতি যেন সবখানেই। ফলে নিজ এলাকায় পৌঁছেও মাঠে নামতে ভুললেন না রংপুর রাইডার্সের এই ক্রিকেটার। তারা মাঠে উপস্থিত হওয়ার খবরে ভক্তদের আনাগোনাও বাড়তে থাকে। যেখানে ফুটবল খেলা শেষে ভক্তদের অটোগ্রাফও দিয়েছেন সাকিব। ছবি তোলারও ব্যক্তিগত সব আবদারও মিটিয়েছেন।
বিপিএলের সিলেট পর্বে আজ ও আগামীকাল (বৃহস্পতিবার) কোনো খেলা নেই। সাকিবের দল রংপুরের ম্যাচ আছে শুক্রবার। আসরে নিজেদের ষষ্ঠ ম্যাচে দলটি সেদিন মুখোমুখি হবে টেবিলের শীর্ষে থাকা খুলনা টাইগার্সের।
এদিকে, সাকিব বিপিএলের ম্যাচগুলোতে খেললেও, চোখের সমস্যার কারণে কেবল বোলিং ভূমিকায় দেখা মিলছে তার। বেশ কয়েক ম্যাচে তিনি ব্যাটিংয়ে নামছেন না। বিপিএলের শেষদিকে তাকে পুরোদমে ব্যাটিংয়ে দেখা যাবে বলে আশা রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহানের, ‘উনি দলের সঙ্গে অনুশীলন করছেন।
ইভেনচুয়ালি অফ-ডেতেও অনুশীলন করছেন। ওই ব্যাটিং থেকে যে আত্মবিশ্বাসটা রয়েছে এবং চোখের যে সমস্যাটা আছে– আমার কাছে মনে হয়, এটা ভালো হচ্ছে আস্তে আস্তে। টুর্নামেন্টের শেষদিকে পুরোদমে সাকিব ভাইকে ব্যাটিংয়ে দেখতে পাব।’
সূত্রঃ ঢাকা পোস্ট