কবে নাগাদ পুরোদমে ব্যাটিংয়ে দেখা যাবে সাকিবকে ?

ক্রিকেট দুনিয়া January 31, 2024 583
কবে নাগাদ পুরোদমে ব্যাটিংয়ে দেখা যাবে সাকিবকে ?

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) রংপুর রাইডার্সের হয়ে পাঁচ ম্যাচের চার ম্যাচ খেলেছেন সাকিব। তাতে দুই ম্যাচে তিনে এবং আটে নেমেছিলেন। এই দুই ম্যাচে ২ রানের বেশি করতে পারেননি। আর বাকি দুই ম্যাচে ব্যাটিংয়ে নামাই বন্ধ করে দেন। মূলত চোখের সমস্যার কারণেই ব্যাটিংটা ঠিকঠাকভাবে করতে পারছেন না বাঁহাতি এই অলরাউন্ডার । কবে ব্যাট হাতে আবারও সাকিবকে দেখা যাবে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান।


মঙ্গলবার (৩০ জানুয়ারি) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হন সোহান। অনুশীলনে ব্যাটিং করলেও ম্যাচে ব্যাটিং করছেন না টাইগার অলরাউন্ডার। রংপুর অধিনায়ক জানান, টুর্নামেন্টের শেষদিকে পুরোদমে সাকিবকে ব্যাটিংয়ে দেখা যেতে পারে।


সোহান বলেন, ‘আমার কাছে মনে হয় যে, অনুশীলন করছেন। তিনি নিজে নিজেও অনুশীলন করছেন এমনকি অফ ডেতেও অনুশীলন করছেন। চোখের যে সমস্যাটা রয়েছে এটা ভালো হচ্ছে আস্তে আস্তে। টুর্নামেন্টের শেষদিকে পুরো দমে সাকিব ভাইকে ব্যাটিংয়ে দেখতে পারব।’


ব্যাট না করলেও সাকিবের উপস্থিতিই দলের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন সোহান। রংপুরের অধিনায়ক বলেন, ‘সাকিব ভাই বিশ্বের সেরা অলরাউন্ডার। উনি চোখের সমস্যার জন্য একটু ভুগছেন। আমার কাছে মনে হয় সাকিব ভাইয়ের মাঠে উপস্থিত থাকাটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ।’