তানজিদ তামিমের ফিফটিতে হেসে খেলে জিতল চট্টগ্রাম

ক্রিকেট দুনিয়া January 29, 2024 2,952
তানজিদ তামিমের ফিফটিতে হেসে খেলে জিতল চট্টগ্রাম

এক দিন বিরতির পর সিলেট পর্বে আজ আবারও মাঠে গড়িয়েছে বিপিএল । দিনের প্রথম ম্যাচে মাঠে মুখোমুখি হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। চায়ের দেশে হারের হ্যাটট্রিক পূরণ করা সিলেট স্ট্রাইকার্স প্রথম জয়ের খোঁজে খেলতে নেমে আবারও হারের তেতো স্বাদ পেলো। টুর্নামেন্টে উড়তে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ৮ উইকেটে হেরেছে মাশরাফী বিন মোত্তর্জার দল।


সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২০ ওভারে ৪ উইকেটে ১৩৭ রান তুলেছে সিলেট। এদিন বিলাল খানের অসাধারণ বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ‘হোম টিম’।


টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সিলেটের অধিনায়ক মাশরাফী। তবে শুরুটা মোটেই ভালো হয়নি স্বাগতিকদের। ইনিংসের দ্বিতীয় ওভারেই বিলাল খানের বলে ক্লিন বোল্ড হয়ে ফেরেন মোহাম্মদ মিঠুন। প্যাভিলিয়নে ফেরার আগে খেলেন মাত্র এক রানের ইনিংস।


ওমানের এই পেসারের পরের তিন বলেই লেগ-বিফোরের ফাঁদে পড়েন নাজমুল হোসেন শান্ত। তবে কোনমতে বেঁচে যান এই টপ-অর্ডার ব্যাটার। তবে পরের ওভারেই শান্তকে ফিরতে হয়। ৭ বলে ৫ রানে ফেরেন শান্ত।


৮ রানের মাথায়ই জোড়া উইকেট হারিয়ে ফেলে সিলেট। সেখান থেকে তাদেরকে টেনে তুলেন হ্যারি টেক্টর এবং জাকির হাসান।


তবে পঞ্চাশ পেরুনো এই জুটিকে ভেঙে দেন নিহাদুজ্জামান। নিহাদের টসড-আপ ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে নাজিবউল্লাহ জাদরানের তালুবন্দি হন ৩১ রান করা জাকির।


এরপর রায়ান বার্লকে নিয়ে রানের চাকা সচল রাখেন টেক্টর। এই জুটিতে আসে ৪০ রান। এই জুটিতে ভাঙেন বিলাল। তার ডেলিভারিতে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ৪৫ রানে ফেরেন আইরিশ ব্যাটার টেক্টর।


শেষদিকে রায়ান বার্লের ৩৪ এবং আরিফুলের ১৭ রানের ক্যামিওতে এই পুঁজি পায় সিলেট।


চট্টগ্রামের হয়ে ২৪ রান খরচায় বিলাল তিনটি ও নিহাদুজ্জামান এক উইকেট নেন।


সিলেটের দেওয়ার ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে চট্টগ্রামের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও আভিষ্কা ফার্নান্দো। তবে ইনিংস বড় করতে পারেনি আগের ম্যাচে ৯০ উর্ধ্ব ইনিংস খেলা ফার্নান্দো। ১২ বলে ১৭ রান করে সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে ম্যাচ আউট হন তিনি।


এরপর টম ব্রুসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন তামিম। ৩৯ বলে ফিফটি পূরণ করেন এই তরুণ ক্রিকেটার। পরের বলে ক্যাট করতে গিয়ে বোল্ড হন তিনি। অপর প্রান্ত আগলে রেখে ৪১ বলে ফিফটি তুলে নেন ব্রুস।


শেষ পর্যন্ত শাহাদাত হোসেন দিপুর ১১ বলে ১৩ রান এবং টম ব্রুসের ৪৪ বলের অপরাজিত ৫১ রানের ভর করে ১৪ বল এবং আট উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এতে আসরের চার ম্যাচের প্রতিটিতেই হারল সিলেট।


সিলেটের হয়ে হ্যারি টেক্টর ও তানজিম হাসান সাকিব একটি করে উইকেট নেন।