ক্রমেই জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর । অন্য যে কোন বছরের আসরের চেয়ে বেশি প্রতিযোগিতা হচ্ছে এবারের আসরে । গত বছরে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দল গুলোই এবারের আসরের টেবিল টপার । পিছিয়ে পড়া হট ফেভারিট দল গুলোও থেমে নেই । এই প্রেক্ষিতে এসএ টোয়েন্টি মাতানো প্রোটিয়া ব্যাটারকে দলে নিলো রংপুর রাইডার্স ।
প্রোটিয়া টপ অর্ডার রাসি ফন ডার ডুসেনের সঙ্গে চুক্তির খবর নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে ঠিক কবে থেকে তাকে পাওয়া যাবে এ প্রসঙ্গে বিস্তারিত কিছু জানা যায়নি।
ডুসেনকে দলে নিলেও এখনই যে তাকে পাচ্ছে না রংপুর, সেটা অনেকটাই নিশ্চিত। কারণ বর্তমানে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে এসএ টোয়েন্টিতে ব্যস্ত সময় পার করছেন এই টপ অর্ডার ব্যাটার। স্থানীয় সেই লিগ শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। এই আসর শেষ করে বিপিএলে যোগ দিতে পারেন ডুসেন।
এসএ টোয়েন্টিতে এখনও পর্যন্ত ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন ডুসেন। এমআই কেপ টাউনের হয়ে ৭ ম্যাচ খেলে প্রায় ৩৩ গড়ে করেছেন ২৩১ রান। যেখানে তিনি ব্যাটিং করেছেন ১৫৫ স্ট্রাইকরেটে। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচ নম্বরে আছেন তিনি। ইতিমধ্যেই এবারের আসরে ৫০ বলে ১০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি ।
ডুসেনের সাম্প্রতিক ফর্মের মতোই সমৃদ্ধ তার টি-টোয়েন্টি ক্যারিয়ারও। ১৭৫ টি-টোয়েন্টিতে প্রায় ৩৬ গড়ে ৪ হাজার ৯১১ রান করেছেন তিনি। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৩ ম্যাচে প্রায় ৩৫ গড়ে করেছেন ১০৭১ রান।