কয়েক দিন আগেই ইংল্যান্ড ব্যাটার ওলি পোপ একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি ভারতে স্পিন সহায়ক পিচই প্রত্যাশা করছেন এবং তা নিয়ে কোনও অসুবিধা নেই। শুধু কথায় নয়, পারফরম্যান্সেও দেখিয়ে দিলেন পোপ। তৃতীয় দিনের শেষে ১৪৮ রানে অপরাজিত ছিলেন। শেষ উইকেট হিসেবে আউট হবার আগে ১৯৬ রান করেন তিনি। এতে ভারতের লক্ষ্য দাঁড়ায় ২৩১ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে টম হার্টলির স্পিন ঘূর্নিতে ২০২ রানে গুটিয়ে যায় রোহিত শর্মার দল। এতে ২৮ রানের জয়ে পাঁচ ম্যাচ সিরিজের টেস্টে এগিয়ে গেলো ইংলিশরা।
প্রথম ইনিংসে ১৯০ রানে এগিয়ে থেকেও হায়দরাবাদ টেস্টে ভারত হারতে পারে, ঘোর সমালোচকও হয়তো এমনটা ভাবেননি। তবে এমনটাই ঘটেছে আজ। নিজেদের পাতা ফাঁদে নিজেরাই কাবু তারা।
ক্রিকেটকে কেন বলা হয় চির অনিশ্চয়তার খেলা, রোববার দিনভর যেন চলছে তার উপমা। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের নাটকীয়তা হজম হয়ে সারার আগেই খাদের কিনারে থেকে ইংল্যান্ডের ভারত বধ! ক্যালেন্ডারের পাতায় লাল কালিতে দাগ টেনে রাখার মতোই একটা দিন!
প্রথম ইনিংসে মাত্র ২৪৬ রানে গুটিয়ে যাওয়ায় ইংল্যান্ডের ‘বাজবল’ নিয়ে অনেক হাস্যরস হচ্ছিলো সামাজিক যোগাযোগমাধ্যমে। বিপরীতে প্রথম ইনিংসে ৪৩৬ রানের পুঁজি পায় ভারত, লিড নেয় ১৯০ রানের। ফলে স্বাভাবিকভাবেই হায়দরাবাদ টেস্টের নাটাই অনেকেই দেখছিল ভারতের হাতে।
তবে দ্বিতীয় ইনিংসে বাজবলের ঝাঁঝ দেখায় ইংলিশরা, ওলে পোপের ১৯৬ রানের দুর্দান্ত ইনিংসে ৪২০ রান তুলে তারা। ভারতকে জয়ের জন্য লক্ষ্য দেয় ২৩১ রানের। যা তাড়া করতে নেমে ইংল্যান্ডের অভিষিক্ত স্পিনার টর্ম হার্টলির ঘূর্ণিতে দিশেহারা ভারত দ্বিতীয় ইনিংসে আটকে যায় ২০২ রানেই! একাই ৭ উইকেট নেন হার্টলি।
রোববার হায়দরাবাদ টেস্টের চতুর্থ দিন শুরু হয় অলি পোপের ১৫০ রানের মাইলফলকে পৌঁছা দিয়ে। আগের দিনের অপরাজিত থাকা রেহান ২৮ রান করে আউট হলে টম হার্টলিকে নিয়ে এদিন ৮০ রানের এক জুটি গড়েন তিনি। হার্টলি ৩৪ করে ফিরলে, মার্ক উডও ফেরেন শূন্য রানে। ফলে শঙ্কা জাগে অল আউটের। পোপের ডাবল সেঞ্চুরি হবে কিনা তা নিয়েও ছিল সংশয়।
তবে তাকে প্রথমবার দ্বি শতকের স্বাদ দিতে দশম উইকেটে আসেন চোট পাওয়া জ্যাক লিচ। খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাট করা লিচ নিজের কাজটা বেশ ভালোভাবে করলেও ডাবল সেঞ্চুরি থেকে চার রান দূরে থাকতে আউট হয়ে যান পোপ। ১৯৬ রানে থামে তার ইনিংস। ইংল্যান্ড থামে ৪২০ রানে।
ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস যেন ভারতের অস্ত্রেই ভারতকে বধ করতে চেয়েছেন। তাই জোর দেন স্পিন আক্রমণে। সুবাদে ৬৩ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত। রোহিত শর্মা ৩৮, জসশ্বী জয়সাওয়াল ১৫ ও শুভমান গিল ফেরেন ০ রানে।
সেখান থেকেই অক্ষর প্যাটেলকে নিয়ে ৩২ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়েন লোকেশ রাহুল। তবে অক্ষর ১৭ রান করে ফিরলে আবারও শুরু হয় ভারতীয় ব্যাটারদের আসা-যাওয়া। রাহুল ৪৮ বলে ২২ রান করে ধৈর্য্য হারিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন। দ্রুত ফেরেন শেয়াস আইয়ার (১৩) ও রবিন্দ্র জাদেজা (২)।
১১৯ রানে ৭ উইকেট হারিয়ে ফেলার পরই শিখর ভরত ও রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে খানিকটা স্বস্তি ফিরে পায় ভারত। তবে তাদের ৫৭ রানের জুটি ভেঙে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেটের মাইলফলক স্পর্শ করেন হার্টলি। দুজনকেই বানান নিজের শিকার, দুজনেই ফেরেন ২৮ রান করে।
এরপর ২০ বলে ১২ রান করা সিরাজকে ফিরিয়ে দলকে অবিস্মরণীয় এক জয় এনে দেন হার্টলি। ফলে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল ইংল্যান্ড।