অজিদের বিপক্ষে তাক লাগানো অলরাউন্ডার যোগ দিলো কুমিল্লায়

ক্রিকেট দুনিয়া January 28, 2024 1,900
অজিদের বিপক্ষে তাক লাগানো অলরাউন্ডার যোগ দিলো কুমিল্লায়

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্ট ব্যাট ও বল হাতে তাক লাগানো পারফরম্যান্স করে ম্যাচসেরা হয়েছিলেন আমির জামাল। পাকিস্তানের নতুন এই সেনসেশন খেলতে এসেছেন বিপিএল। আজ সিলেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের সাথে যোগ দিয়েছেন তিনি। অনুশীলনও করতে দেখা গেছে এই পাকিস্তানি পেস বোলিং অলরাউন্ডারকে।


জামাল অবশ্য আরো আগেই দলের সঙ্গে যোগ দিতে পারতেন। তবে এতদিন তাকে অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অবশেষে বোর্ড থেকে সবুজ সংকেত মেলায় আসরের মাঝপথেই দলের সঙ্গে যোগ দিয়েছেন জামাল।


এদিকে জামালের সঙ্গে দেরিতে পিসিবির ছাড়পত্র পেয়েছেন আরও চার ক্রিকেটার। তারা হচ্ছেন—সাইম আইয়ুব, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নেওয়াজ ও আকিফ জাভেদ।


অনাপত্তিপত্র পাওয়া ক্রিকেটারের মধ্যে হাসনাইন, নেওয়াজ ও জাভেদ ২৫ জানুয়ারি বাংলাদেশে পা রেখেছেন। তাদের মধ্যে নেওয়াজ ম্যাচও খেলে ফেলেছেন। সব ঠিক থাকলে কুমিল্লার পরের ম্যাচেই একাদশে দেখা যেতে পারে জামালকে।


সূত্রঃ দেশ রূপান্তর