ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্জাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলের পরেই এখন দক্ষিণ আফ্রিকার এসএ টুয়েন্টির অবস্থান। তবে অবস্থানটা জনপ্রিয়তার দিক থেকে নয়। বরং অর্থ পুরস্কার দিক থেকে এবার আইপিএলের পর স্থান করে নিয়েছে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্জাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগ এসএ-টুয়েন্টি৷
বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ সূত্রে জানা গেছে, সর্বোচ্চ ৬১ কোটি টাকার অর্থ পুরস্কার দিয়ে বিশ্বের ফ্র্যাঞ্জাইজি ভিত্তিক লিগের তালিকায় সবার ওপরে রয়েছে আইপিএল৷ এতদিন ৩৯ কোটি টাকা পুরস্কার দিয়ে আইপিএলের পরেই অবস্থান ছিল অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের। তবে এবার বিগব্যাশকে টপকে গেল দক্ষিণ আফ্রিকার এসএ-টুয়েন্টি লিগ।
ক্রিকেট সাউথ আফ্রিকা সূত্রে জানা যায়, এসএ-টুয়েন্টির প্রাইজমানি ৭০ মিলিয়ন আফ্রিকান র্যান্ড৷ যা বাংলাদেশি মুদ্রায় ৪০ কোটি টাকা৷ এর মধ্য দিয়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোর সর্বোচ্চ প্রাইজমানির তালিকায় দুইয়ে উঠে এলো এসএ টুয়েন্টি।
এসএ-টুয়েন্টি প্রাইজমানির দিক থেকে শীর্ষ দুইয়ে আসার পর তালিকার এবার নড়চড় হয়েছে। পূর্বে দুইয়ে থাকা বিগব্যাশ নেমে এলো তিনে৷ অন্যদিকে ৩৮ কোটি টাকার প্রাইজমানি নিয়ে চারে রয়েছে পাকিস্তান সুপার লীগ, পাঁচে রয়েছে ক্যারীবিয়ান প্রিমিয়ার লীগ(সিপিএল)। বিসিবি বিশ্বের পঞ্চম ধনী ক্রিকেট বোর্ড হলেও বিপিএল নেই তালিকায় শীর্ষ পাঁচেও। প্রাইজমানির দিক দিয়ে বিপিএলের অবস্থান এখন নবম। কেবল শ্রীলঙ্কার প্রিমিয়ার লীগের চেয়ে এগিয়ে বিপিএল৷
এসএ-টুয়েন্টির এবারে আসরে চ্যাম্পিয়ন দল পাবে ৩৪ মিলিয়ন দক্ষিণ আফ্রিকান র্যান্ড৷ অন্যদিকে রানার্সআপ দল পাবে ১৬.২৫ মিলিয়ন র্যান্ড৷ এছাড়া টুর্নামেন্টের তৃতীয় ও চতুর্থ দলের পকেটে যাবে ৮.৯ মিলিয়ন র্যান্ড৷