বরিশালের টানা ম্যাচ হারের পিছনে যাকে দুষছেন মিরাজ

ক্রিকেট দুনিয়া January 27, 2024 14,287
বরিশালের টানা ম্যাচ হারের পিছনে যাকে দুষছেন মিরাজ

বিপিএলে এখন পর্যন্ত ঢাকা আর সিলেট মিলিয়ে ৪টি ম্যাচ খেলেছে ফরচুন বরিশাল । নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়েছিল তামিম ইকবালের দল। এরপরে আর জ্বলে ওঠা হয়নি দেশীয় তারকায় ভরা দলটির। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪ উইকেটে ও খুলনা টাইগার্সের বিপক্ষে ৮ উইকেটে হেরেছিল বরিশাল। শনিবার সিলেট পর্বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ১০ রানে হেরেছে বরিশাল। পরপর ৩ ম্যাচে হেরে দলটির হ্যাটট্রিক হার পূর্ণ হলো।


এদিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শুরুটা ভালো করলেও ডেথ ওভারে গিয়ে ছন্দ পতন হয় বরিশালের। কামরুল ইসলাম রাব্বি, আব্বাস আফ্রিদিদের এলোমেলো বোলিংয়ে শেষ ৪ ওভারে ৬৪ রান তোলেন কার্টিস ক্যাম্ফার ও আভিস্কা ফার্নান্দো। যার ফলে ১৯৩ রানের বড় পুঁজি পায় চট্টগ্রাম। সেই রান তাড়া করার খুব কাছে গেলেও শেষ পর্যন্ত ১০ রানে হারতে হয় বরিশালকে। ম্যাচ হারের জন্য তাই বোলারদের ওপরই দায় দিচ্ছেন মিরাজ।


ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিরাজ বলেন, ‘আসলে পাওয়ার হিটিংয়ের জন্য যে আমরা হেরে যাচ্ছি এমন না। যে জিনিসটা কার্যকর করতে পারছি না সেটা হলো বোলাররা। ব্যাটাররা কিন্তু ওই রকম ভাবে খারাপ খেলছে না। মুশফিক ভাই দুটো ফিফটি করেছে, উপরের দিকে সৌ্ম্য সরকার ছোট ছোট অবদান রেখেছে। তামিম ভাই ভালো করছে।’


‘টি-টোয়েন্টি খেলায় বোলাররা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে শেষ ৫ ওভার খুব গুরুত্বপূর্ণ। যে ম্যাচগুলো আমরা হেরেছি বেশিরভাগ ম্যাচ রান দিয়ে হেরেছি, ব্যাটারদের দোষের জন্য হারিনি। টি-টোয়েন্টি খেলায় এমন কিছু সময় আসে যে বোলার শেষদিকে কতটুকু কার্যকর করতে পারে। কারণ শেষের দিকে তো বিপক্ষ ব্যাটাররা প্রতি বলেই মারতে চাইবে। হয়ত আমাদের বোলারদের এই অংশতে এক্সিকিউট করতে পারছি না সেভাবে ‘


প্রথম ৬ ওভারে ৬০ রান তুললেও সেটার ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বরিশাল। বরং মাঝের দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। সৌম্য সরকার, তামিম এবং মাহমুদউল্লাহ দ্রুতই ফিরলে রানের চাপ বাড়তে থাকে। শেষ দিকে ওভার প্রতি ১৪-১৫ রান প্রয়োজন ছিল বরিশাল। মিরাজ মনে করেন, ওভারপ্রতি ১০ কিংবা ১১ রান প্রয়োজন হলে সেটা তাদের জন্য সহজ হতো।


মিরাজ বলেন, ‘ওরা মাঝখানে দুটা ওভার ভালো বোলিং করেছে। ওখানে আমাদের তিনটা উইকেটে চলে গেছে। উইকেটও পড়েছে আমাদের রান-রেটও বেড়েছে। একটা সময়ে আমাদের ১৪ করে রান লাগতেছিল। ওটা যদি ১০/১১ বা কাছাকাছি থাকতো, তাহলে হয়তো আমাদের জন্য সহজ হত। আমরা ১০ রানে হেরেছি, একটা ওভার বেশি রান হতেই পারে। উইকেটটা ভালো। আমাদের ছোট-ছোট যে ভুলগুলো ছিল এ জন্য আমরা হেরে গেছি।’