এইতো কয়েক বিপিএল আগেই বিজয় যখন জেমকন খুলনার হয়ে খেলছিলেন, বিজয়ের ফর্ম চলছিল খারাপ। রান পাচ্ছিলন না খুব একটা। বিজয় চেষ্টা করছিলেন, কিন্তু হচ্ছিলো না কেন যেন..
একজন ক্রিকেটার ম্যাচে খারাপ করলে কী করবে? প্র্যাক্টিস করবে। তাই তো? বিজয়ের কপালেও তাও জুটেনি সেবার।
এক মন খারাপ দিনের গল্প, ম্যাচের আগেরদিন প্যাড-হেলমেট পরে নেটে ব্যাটিং এর জন্য অপেক্ষা করছিলেন বিজয়। একের পর এক ব্যাটার ব্যাট করছে, তবে কোচ মিজানুর রহমান বাবুল বিজয়কে ডাকছেন না ব্যাটিং প্র্যাক্টিস এর জন্য..
বিজয় বিষয়টা বুঝতে গিয়ে কোচের সাথে কথা বলতে গেলেন। কোচ জানালেন, বিজয় আজ নেটে ব্যাটিং পাবে না। কারণ ম্যাচের আগের দিন প্লেয়িং ইলেভেনে যারা থাকে তারাই প্র্যাক্টিসে প্রাধান্য পায়। কোচ জানালেন আগামীকালকের ম্যাচে বিজয় নন, বরং জাকির হাসান ওপেন করবেন।
বিজয় মাঠে দাঁড়িয়েও ফুঁপিয়ে কেঁদে দিলেন। বিজয়কে কাঁদতে দেখে ছুটে আসলেন ম্যানেজার নাফিস ইকবাল। বিজয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। তবুও অভিমানের কান্না কী আর থামে?
বিজয় প্র্যাক্টিস না করে কাঁদতে কাঁদতে মাঠের বাইরে চলে গেলেন।
ফাস্ট ফরওয়ার্ড, ২২ জানুয়ারী, ২০২৪। এনামুল হক বিজয় এখন খুলনার ক্যাপ্টেন। ৪৪ বলে ৬৩ রানের ইনিংস খেলে ফরচুন বরিশালের বিরুদ্ধে নিজের দলকে ম্যাচ জিতিয়েছেন..
কে বলে সময় বদলায় না?
ঘড়ির দিকে তাকিয়ে দ্যাখো,
কাঁটা কখনো তোমার দিকে, কখনো আমার দিকে..
লিখা: সংগ্রহীত