ইতিমধ্যে শেষ হয়েছে বিপিএল ২০২৪ এর ঢাকার প্রথম পর্বের খেলা। আগেই জানানো হয়েছিল তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। ঢাকা পর্বে সব মিলিয়ে ৮ টি ম্যাচ খেলেছে বিপিএলের দলগুলো । দুই দিনের বিরতি শেষে বিপিএল আবার শুরু হবে চায়ের দেশ সিলেটে।
বিপিএলের প্রথম পর্বে অংশগ্রহণকারী সাতটি দল অন্তত দুইটি করে ম্যাচ খেলেছে। শক্তিশালী দলগুলোকে পেছনে ফেলে ঢাকা পর্বে চমক দেখিয়েছে দুর্দান্ত ঢাকা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কিংবা খুলনা টাইগার্সের মতো দলগুলো। ঢাকার প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে খুলনা টাইগার্স।
এনামুল হক বিজয়ের দল এখন পর্যন্ত আসরের একমাত্র দল হিসেবে শতভাগ জয়ের ধারা বজায় রেখেছে। দুই ম্যাচের দুইটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে তালিকার সবার ওপরে খুলনা। পয়েন্ট টেবিলের দুইয়ে রয়েছে চট্টগ্রাম। বন্দরনগরীর প্রতিনিধিরাও পেয়েছে ৪ পয়েন্ট। তবে রানরেটের কারণে খুলনার পেছনে থাকতে হচ্ছে তাদের।
বিপিএলের প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের তিনে রয়েছে শক্তিশালী রংপুর রাইডার্স। প্রথম ম্যাচে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে বাবর আজমের ব্যাটে জয় পায় তারা। চার নম্বরে আছে দুর্দান্ত ঢাকা। কুমিল্লার বিপক্ষে চমক দেখিয়ে জয় পাওয়া ঢাকা হারের স্বাদ পেয়েছে চট্টগ্রামের কাছে।
পাঁচে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম ম্যাচে জয়ের পর টানা দুই ম্যাচ হেরে ৬ষ্ঠ স্থানে আছে ফরচুন বরিশাল। আর একেবারে তলানিতে আছে সিলেট।