বিপিএলের প্রথম পর্বের ৮ ম্যাচ শেষে ব্যাটে-বলে শীর্ষে যারা

ক্রিকেট দুনিয়া January 24, 2024 21,258
বিপিএলের প্রথম পর্বের ৮ ম্যাচ শেষে ব্যাটে-বলে শীর্ষে যারা

বিপিএলের দশম আসরের পর্দা উঠেছে গত ১৯ জানুয়ারি । আগেই জানা গিয়েছিল, এবারের আসরটি গড়াবে দেশের তিন ভেন্যুতে। ইতিমধ্যে শেষ হয়েছে ঢাকা পর্বের প্রথম ৮ ম্যাচ । মাঝে দুইদিন বিরতি দিয়ে বিপিএল এবার পা রাখবে চায়ের দেশ সিলেটে।


ঢাকায় প্রথম পর্বের চার ম্যাচডেতে হয়েছে ৮ ম্যাচ। এবারের বিপিএলে অংশ নেয়া ৭ দলের প্রত্যেকে খেলেছে অন্তত দুইটি করে ম্যাচ। চার ম্যাচডের পর শেষ হয়েছে ঢাকার প্রথম পর্ব। বিপিএল এবার পা রাখবে চায়ের দেশ সিলেটে। অসাধারণ সৌন্দর্যের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রস্তুত বিপিএলের উন্মাদনার জন্য।


আগামী ২৬ জানুয়ারি থেকে দুটি পাতা একটি কুঁড়ির দেশ সিলেটে শুরু হবে বিপিএলের দ্বিতীয় পর্ব। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচ চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।


বিপিএলের দশম আসরের প্রথম পর্বের রাতের ম্যাচগুলোতে ছিল ব্যাটারদের দাপট। রাতের প্রায় সবগুলো ম্যাচেই দেখা মিলেছে বড় স্কোরের। ঢাকার প্রথম পর্ব শেষে সর্বোচ্চ রান করা ব্যাটারদের তালিকায় তিন ম্যাচে দুই ফিফটিতে ১৫৬ রান নিয়ে শীর্ষে ফরচুন বরিশালের মুশফিকুর রহিম। পাঁচ উইকেট নিয়ে বোলারদের তালিকার শীর্ষে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুস্তাফিজ রহমান।


প্রথম পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহক-


১. মুশফিকুর রহিম- ১৫৮ রান

২. ইমরুল কায়েস- ১১৮ রান

৩. নজিবউল্লাহ জাদরান- ১১৭

৪. তামিম ইকবাল - ৯৪

৫. শাহাদাত হোসেন দিপু - ৮৫


প্রথম পর্ব শেষে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার-


১. মুস্তাফিজুর রহমান- ৫ উইকেট

২. শরিফুল ইসলাম- ৫ উইকেট

৩. খালেদ আহমেদ- ৫ উইকেট

৪. ওয়েল্লালাগে - ৪ উইকেট

৫. আল আমিন হোসেন - ৪ উইকেট