পুরোপুরি ফিট না হওয়া স্বত্বেও মাশরাফিকে খেলানোতে বিপিএলের মান ছোট হচ্ছে বলে মনে করেন মোহাম্মদ আশরাফুল। যদিও বাংলাদেশের সাবেক অধিনায়কের এমন মন্তব্যকে পাত্তা দিচ্ছে না সিলেটের মালিকপক্ষ।
ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড ও সিলেট স্ট্রাইকার্সের ব্যবস্থাপনা পরিচালক হেলাল বিন ইউসুফ এ প্রসঙ্গে বলেন, ‘আশরাফুল যেটা কমেন্ট করার সেটা করেছে। আমাদের কাছে এটা ম্যাটার করে না।’
নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ২.৩ ওভার বোলিং করে ২৫ রান দিয়েছিলেন মাশরাফী। প্রথম দুই ওভারে ভালো বোলিং করে একটি উইকেটও নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে ব্যাটিং করলেও বোলিংয়ে দেখা যায়নি সিলেটের অধিনায়ককে। অনুশীলনেও সেভাবে বোলিং নিয়ে কাজ করতে দেখা যায়নি তাকে। হেলাল জানান, মাশরাফি ধীরে বোলিং করলেও ম্যাচ খেলার মতো ঠিক আছেন।
তিনি বলেন, ‘সবশেষ যে ম্যাচটা ছিল সেখানেও আপনারা দেখেছেন সে বোলিং করেছে এবং সে ভালো করেছে। ২ ওভারে ৯ রান দিয়ে..। হ্যাঁ, পায়ে একটু ব্যথা ছিল, সে সেরে উঠছে। হয়ত আগের মতো সে পেস দিয়ে বোলিং করে না, বল খানিকটা ধীরগতির। আমার মনে হয় সে ম্যাচ খেলার মতো ঠিক আছে।’
মাশরাফীকে প্রশ্ন তোলায় খানিকটা অবাক হয়েছেন সিলেট স্ট্রাইকার্সের এই ব্যবস্থাপনা পরিচালক। হেলাল বলেন, ‘আপনারা তো সবসময় বলেন আমাদের ভালো মেন্টর, ভালো মানুষ, এমন একজন দরকার যে সঠিক পথ দেখাবে বাংলাদেশের ক্রিকেটের।
আমার মনে হয় এখানে যদি আপনি মাশরাফির মতো একজনকে পান তাহলে প্রশ্নগুলো কেন আসছে? আপনি যদি ক্রিকেট জানেন তাহলে এসব কিছুর আমি মানে খুঁজে পাই না।’
সূত্রঃ দেশ রূপান্তর