আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেলেন যারা

ক্রিকেট দুনিয়া January 23, 2024 446
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেলেন যারা

এর আগে আইসিসির ঘোষিত বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছিলেন ভারতের ৪ ক্রিকেটার। এবার বর্ষসেরা ওয়ানডে দলও ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এতে বরাবরের মতই ভারতীয়দেরই আধিপত্য, রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা সহ মোট ছয় জন ক্রিকেটার।


আজ মঙ্গলবার বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে আইসিসি। ওয়ানডে বিশ্বকাপের বছর হওয়ায় এই দলে জায়গা পাওয়ায় বিশ্বকাপের পারফর্ম্যান্স ভালো প্রভাব ফেলেছে। এবারের দলে ১১ জনের মধ্যে ছয় জনই ভারতের ক্রিকেটার। ভারত ছাড়া আর মাত্র তিনটি দেশের ক্রিকেটার জায়গা পেয়েছেন বর্ষসেরা দলে।


বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে ভারতের রোহিত শর্মাকে। বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি, করেছেন পাঁচশর বেশি রান। রোহিতের সঙ্গে জায়গা পেয়েছেন বিরাট কোহলিও।


তিনি ছিলেন বিশ্বকাপের সবথেকে বেশি রান সংগ্রাহক। এছাড়াও বছরজুড়ে তিনি ব্যাট হাতে করেছেন ১৩৭৭ রান। এই দুজন ছাড়াও ভারত থেকে দলে জায়গা পেয়েছেন শুভমান গিল, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি।


এদিকে ভারত থেকে ছয় জন ক্রিকেটার জায়গা পেলেও বর্ষসেরা দলে জায়গা হয়নি অজিদের বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সের। তবে বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্রাভিস হেড আছেন এই দলে। হেডের সঙ্গে দলে আছেন অ্যাডাম জাম্পাও।


এই দুই দল ছাড়াও দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন এবং হেইনরিখ ক্লাসেন এবং নিউজিল্যান্ডের ডেরিল মিচেল জায়গা পেয়েছেন এই দলে।


আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ট্রেভিস হেড, বিরাট কোহলি, ড্যারেল মিচেল, হেনরিক ক্লাসেন, মার্কো ইয়ানসেন, অ্যাডাম জাম্পা, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি।


সূত্রঃ ঢাকা মেইল