

গতকাল (সোমবার) বিপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন তামিম । তবে ৩৯ বলে ৬৮ রানের ইনিংস খেললেও মাত্র ২৪ রানের জন্য এই মাইলফলক স্পর্শ করতে পারেনি মুশফিক । মঙ্গলবার (২৩ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ব্যাট করতে নেমে এ কীর্তি গড়েন তিনি।
১১৩ ম্যাচে ৩৮.১৫ গড়ে ফরচুন বরিশালের এ ব্যাটারের রান ছিল ২৯৭৬ রান। এদিন তিন হাজার রানের মাইলফক স্পর্শ করতে মুশফিকের প্রয়োজন ছিল মাত্র ২৪ রান । অন্যদিকে তামিমকে ছাড়িয়ে যেতে প্রয়োজন ছিল ৪৯ রান । শেষ পর্যন্ত ৪৪ বলে ৬২ রানের ইনিংস খেলে বিপিএলের ২য় ব্যাটার হিসেবে এই কীর্তি অর্জন করলেন মুশফিক । আর তামিমকে টপকে বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক এখন মি. ডিপেন্ডেবল ।
এছাড়াও মুশফিক চলতি আসরের সর্বোচ্চ রান স্কোরার তালিকাতেও শীর্ষে উঠেছেন। ৩ ম্যাচে ১১৭ রান তুলে প্রথম স্থান দখলে নিয়েছিলেন নাজিবউল্লাহ জাদরান। প্রথম ম্যাচে ২৬ রান করার পর দ্বিতীয় ম্যাচে ৬৮ রান করে তালিকার দুইয়ে ছিলেন মুশফিক।
এদিকে আগের দিনই বিপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন তামিম। মঙ্গলবার কুমিল্লার বিপক্ষে ১৬ বলে ১৯ রান করে আউট হয়েছেন তিনি। সব মিলিয়ে ৯২ ম্যাচে ৩৭.৮০ গড়ে তার রান ৩০২৪। আজ তামিমকে ছাড়িয়ে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের খ্যাতিটা নিজের দখলে নেন মুশফিক।
এদিকে দারুণ ব্যটিংয়ে টানা দুই ম্যাচে হাফ সেঞ্চুরি পেলেন মুশফিক। মুস্তাফিজের বলে টানা তিন চার মেরে ৩৫ বলে পঞ্চাশ ছুঁয়েছেন তিনি।









