হাওয়েল-কাটিংয়ের দৃঢ়তায় ১২০ রানেই থামল সিলেট

ক্রিকেট দুনিয়া January 23, 2024 503
হাওয়েল-কাটিংয়ের দৃঢ়তায় ১২০ রানেই থামল সিলেট

বিপিএলের দশম আসর হার দিয়ে শুরু করেছে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স । আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে তারা । জয়ের ধারায় ফেরার মিশনে শক্তিশালী রংপুর রাইডার্সকে ১২১ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে মাশরাফী বিন মতুর্জার দল।


চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে বিপিএলের দশম আসর শুরু করেছে সিলেট সিক্সার্স। জয়ের ধারায় ফেরার মিশনে শক্তিশালী রংপুর রাইডার্সকে ১২১ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে মাশরাফী বিন মতুর্জার দল।


মঙ্গলবার (২৩ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২০ রানের মামুলি সংগ্রহ গড়েছে সিলেট স্ট্রাইকার্স।দলের পক্ষে সর্বেোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল।


মিরপুরে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টিম রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। দলপতির সিদ্ধান্তকে প্রথমেই সঠিক প্রমাণ করেন মেহেদি হাসান। দ্বিতীয় ওভারেই স্ট্রাইকার্স ওপেনার মোহাম্মদ মিঠুনকে স্টাম্পিংয়ের শিকার পরিণত করেন এই অফস্পিনার। এ দিন তিন নম্বরে নেমে রান আউটের শিকার হন মাশরাফী।


একটি চারের সাহায্যে ৭ বলে ৬ রান করেন সিলেট অধিনায়ক। পাওয়ার প্লের শেষ ওভারে মেহেদি হাসানকে ছক্কা হাঁকাতে গিয়ে সাজঘরে ফেরেন ইয়াসির আলী রাব্বিও। আগের ম্যাচের সর্বোচ্চ রান সংগ্রাহক জাকির হাসান এদিন ১ রানে মোহাম্মদ নবীর বলে স্টাম্পিং হয়ে বিদায় নেন। নাজমুল হোসেন শান্তু ১৪ রানে ফিরলে ৩৯ রানের মধ্যে পঞ্চম উইকেট হারায় সিলেট।


সংক্ষিপ্ত স্কোর-


সিলেট স্ট্রাইকার্স: ১২০/৮ (২০ ওভার) (হাওয়েল ৪৩, কাটিং ৩১; রিপন ২/১৯, মেহেদী ২/১৮)