বিপিএলের এবারের আসর খেলতে ঢাকায় পা রেখেছেন পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। বিপিএলে ঢাকা পর্বে নিজদের প্রথম ম্যাচ খেলতে পারেনি তারা । মূলত নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থাকায় বিপিএল শুরু হওয়ার আগে দলের সঙ্গে যোগ দিতে পারেনি এই দুই তারকা ব্যাটার । তবে নিউজিল্যান্ড সিরিজ শেষ করেই বাংলাদেশের বিমান ধরেছেন তারা ।
বিপিএলে বাবর আজম খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। প্লেয়ার্স ড্রাফটের আগে ডিরেক্ট সাইনিংয়ে তাঁকে দলে ভেড়ায় রংপুর। তাঁর আসার দিনক্ষণ আগেই জানিয়েছিলেন দলটির প্রধান নির্বাহী ইশতিয়াক। সোমবার (২২ জানুয়ারি) নিজেদের অফিশিয়াল ফেসবুক একাউন্টে বাবরের আগমনের খবর জানিয়েছে রংপুর ফ্র্যাঞ্চাইজি।
বাবরের সঙ্গে একই দিন বাংলাদেশে এসেছেন তার জাতীয় দলের সতীর্থ মোহাম্মদ রিজওয়ান। রিজওয়ানকে বিদেশি ক্যাটাগরিতে আগেই রিটেইন করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের গত আসরেও কুমিল্লার হয়ে খেলেন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এই বছরও এলেন বিপিএল মাতাতে। গতবার অবশ্য অনন্য দৃষ্টি স্থাপন করে সবাই একপ্রকার চমকেই দেন রিজওয়ান।
সবকিছু ঠিক থাকলেই মঙ্গলবারই কুমিল্লার জার্সিতে মাঠে নামবেন রিজওয়ান। মিরপুরে সন্ধ্যার ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রিজওয়ানের মতো বাবরেরও ম্যাচ রয়েছে মঙ্গলবার (আজ)। দুপুরে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামছে রংপুর রাইডার্স।
অবশ্য বাবর ও রিজওয়ান- কেউই পুরো বিপিএল খেলতে পারবেন না। তার কারণ বিপিএলের মাঝামাঝি সময়ে শুরু হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিকের তথ্য অনুযায়ী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলে খেলতে পারেন বাবর আজম। এরপরই চলে যাবেন পাকিস্তানে পিএসএলের জন্য।
বাবর-রিজওয়ান এলেও এবারের বিপিএলে অনেক ক্রিকেটারকেই অনাপত্তিপত্র দেয়নি পিসিবি। এই তালিকায় আছেন ফখর জামান, ইফতিখার আহমেদ এবং মোহাম্মদ হারিস। অনুমতিপত্র ছাড়াই বাংলাদেশে চলে এসেছিলেন হারিস। তবে সেটা না পেয়ে শেষ পর্যন্ত দেশে ফিরেছেন তিনি।
বাবর-রিজওয়ানদের আগেই বিপিএলে খেলতে এসেছেন পাকিস্তানের কয়েকজন তারকা। এদের মধ্যে পাকিস্তানের ফাহিম আশরাফ খেলছেন খুলনার হয়ে। শোয়েব মালিক এবং মোহাম্মদ ইমরান খেলছেন বরিশালের হয়ে। সালমান ইরশাদ খেলছেন বাবরের রংপুরে।