এবার যুব বিশ্বকাপ মাতাবে নবির ছেলে ও রশিদ খানের ভাগ্নে

ক্রিকেট দুনিয়া January 19, 2024 7,155
এবার যুব বিশ্বকাপ মাতাবে নবির ছেলে ও রশিদ খানের ভাগ্নে

আজ দক্ষিন আফ্রিকায় পর্দা উঠছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের । ষোলটি দেশের যুব ক্রিকেটাররা অংশগ্রহন করবে এই আসরে । যুব বিশ্বকাপের এই আসরে গ্রুপ ‘ডি’ তে রয়েছে আফগানিস্তান। দেশটির যুবারা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ভিন্ন কিছুর লক্ষ্য নিয়ে নামছে। আগামী ২০ জানুয়ারি তাদের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে।


তবে মাঠের খেলা শুরুর আগে ভিন্ন কারণে আগ্রহের জন্ম দিয়েছে আফগানিস্তান। কৌতুহলের কেন্দ্রে দুই আফগান ওপেনার হাসান ইশাখিল ও উসমান শিনওয়ারি। তবে নিজেদের কারণে নয়, সিনিয়র জাতীয় দলের দুই ক্রিকেটারের আত্মীয় হওয়ার কারণে তাদের নিয়ে এই আলোচনা। যদিও ইশাখিল-শিনওয়ারি দুজনেই নিজেদের যোগ্যতা প্রমাণ করে দলে জায়গা করে নিয়েছেন।


হাসান ইশাখিল আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবির ছেলে। আর উসমান শিনওয়ারি আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক রশিদ খানের ভাগ্নে। কাল থেকে শুরু হতে যাওয়া যুব বিশ্বকাপে ইশাখিল-শিনওয়ারি জুটির ওপর থাকবে দলের ইনিংস শুরু করার গুরুদায়িত্ব। তারা সাফল্যে পেলে আফগান ক্রিকেটের পরবর্তী প্রজন্ম সম্পর্কে আভাস পাবে ক্রিকেটবিশ্ব।


জাতীয় দলে অলরাউন্ডারের ভুমিকায় খেলে থাকেন নবি। তাছড়া রশিদ খানও বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও জ্বলে ওঠেন প্রায়শই। তবে এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম হাসান ইশাখিল ও উসমান শিনওয়ারি। তারা দুজনেই যুব দলে খেলবেন ব্যাটার হিসেবে এবং উদ্বোধনীতেই খেলবেন এই দুইজন।


অন্যদিকে, আফগান দলে আছেন তারকা ব্যাটসম্যান ইব্রাহিম জাদরানের এক চাচাতো ভাইও। জামশিদ জাদরান আফগানদের যুব বিশ্বকাপ দলের বাঁ-হাতি ব্যাটসম্যান। যিনি জাদরান পরিবারের প্রথম কোনো বাঁ-হাতি। ইব্রাহিম ছাড়াও জামশিদ আরেক তারকা স্পিনার মুজিব-উর-রহমানেরও চাচাতো ভাই।


এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ ‘ডি’-তে আফগানিস্তানের সঙ্গে রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং নেপাল। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে আফগানদের সামনে। ধারণা করা হচ্ছে— সিনিয়র জাতীয় দলের মতো আফগানদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদেরও যেকোনো দলকে হারানোর সামর্থ্য রয়েছে।


গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে সবাইকে চমকে দিয়েছিল আফগানিস্তান। ইংল্যান্ড-পাকিস্তানকে হারানোর পাশাপাশি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ জয়ের রেকর্ডও গড়েছেন রশিদ-নবিরা। এবার পালা যুবাদের। এই বিশ্বকাপে সবাইকে চমকে দিতে রশিদ-নবির উত্তরসূরীদের ওপর চোখ থাকবে আফগানিস্তান সমর্থকদের।