গতবছর বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় টক অব দ্য টাউন ছিল তামিমের ইনজুরি । মূলত, আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগমুহূর্তে ‘শতভাগ ফিট নই, তবুও খেলব’ মন্তব্যের কারণে চরম বিতর্কে পড়েছিলেন তিনি। গুঞ্জন রয়েছে এমন মন্তব্যের কারনেই বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছিলেন । তামিম মনে করেন কোনো ক্রিকেটারই নিজেকে শতভাগ ফিট দাবি করতে পারবেন না। এবার বিপিএল শুরুর আগমুহূর্তে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। দেশসেরা এই ওপেনারের দাবি–ইনজুরি নিয়ে খেলা মোটেও প্রতারণা নয়।
ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের ক্রিকেট থেকে দূরে ছিলেন তামিম। সেই নীরবতা ভেঙে বিপিএলের দশম আসর দিয়ে বাইশ গজে ফিরছেন টাইগারদের সাবেক এ অধিনায়ক।
ফরচুন বরিশালের অধিনায়ক তামিম বলেন, ‘ইনজুরি এমন একটা জিনিস… এখনো বলব, পৃথিবীতে কোনো ক্রিকেটার বা খেলোয়াড় বলতে পারবে না সে শতভাগ ফিট। ৯০ শতাংশ ফিট থাকে, ৭০-৮০ শতাংশ ফিট থাকে। সবার কম বেশি চোট থাকে। তার মানে এটা না যে সে খেলবে না। আমাদের বিষয়ও একই। রিয়াদ ভাই মাত্র চোট থেকে ফিরেছেন। যদি প্রস্তুত থাকেন, মনে করেন খেলতে পারবেন, অবশ্যই খেলবেন।’
এর আগে বিশ্বকাপের শেষ ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর দেশে ফেরার পর ছিলেন বিশ্রামে, যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও খেলা হয়নি।
মাহমুদউল্লাহর ইনজুরি নিয়ে তিনি বলেন, ‘উনি ইনজুরি থেকে রিকভার করছেন। একটু তো সমস্যা থাকেই। এ মুহূর্তে ভালো আছেন। আমরা যতটুকু পারি রেস্ট দিয়ে ফ্রেশ রাখার চেষ্টা করছি। আজ ট্রেনিং না করলেও কাল করবেন। প্রথম ম্যাচে এভেইলেবল থাকবেন আশা করছি।’
ইনজুরি নিয়ে খেলা দলের সঙ্গে প্রতারণা কি না এমন প্রশ্নে তামিমের জবাব, ‘না (চিট করা হবে না)। আমার কাছে মনে হয় না সেটা। আমি আবারো বলব, কোনো ক্রিকেটার কিংবা কোনো স্পোর্টসম্যান বলতে পারবে না যে আমি একশ ভাগ ফিট। নাইন্টি পারসেন্ট ফিট থাকে, সেভেন্টি-এইটি পারসেন্ট ফিট থাকে। কিছু না কিছু সবার কম বেশি নিগেলস থাকে। তার মানে এটা না যে সে খেলবে না।’