যে কারনে মোহাম্মদ নবীর সাথে তর্কে জড়িয়েছিলেন রোহিত

ক্রিকেট দুনিয়া January 18, 2024 2,551
যে কারনে মোহাম্মদ নবীর সাথে তর্কে জড়িয়েছিলেন রোহিত

আফগানদের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে কখনো আম্পায়ার আবার কখনো প্রতিপক্ষের সঙ্গে কথার লড়াইয়ে নেমেছিলেন রোহিত শর্মা। এছাড়া সুপার ওভারে দুবার ব্যাট করতে নামার ইস্যু তো আছেই। তবে বাকি সবার মতো, সুপার ওভারেই সবচেয়ে বেশি উত্তেজিত ছিলেন রোহিত। ভারতীয় অধিনায়ক কথার দ্বন্দ্বে জড়িয়ে পড়েন আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ নবীর সঙ্গে। চিন্নাস্বামীতে সেটাও বেশ উত্তেজনা ছড়িয়েছিল ম্যাচে।


দুই সুপার ওভারের প্রথমটায় ঘটে ঘটনা। আফগানিস্তান দল প্রথমে ব্যাট করতে নামে। ওভারের শেষ বলে মোহাম্মদ নবীকে বল করেছিলেন মুকেশ কুমার। ব্যাটে-বলে ঠিকঠাক লাগাতে পারেননি নবী। কিন্তু, রান নেওয়ার জন্য দৌড়তে শুরু করেন। ইতিমধ্যে ভারতীয় উইকেটকিপার সঞ্জু স্যামসন নন স্ট্রাইকার এন্ডে থ্রো করেন। কিন্তু, বল নবীর পায়ে লেগে বাউন্ডারির দিকে চলে যায়।


এরপর এই আফগান ব্যাটার আরও একটি অতিরিক্ত রান নেন। এই ঘটনাতেই চটে যান ভারতের অধিনায়ক। তীব্র প্রতিবাদ করেন তিনি। রোহিত শর্মা আফগান ব্যাটারকে স্পোর্টসম্যান স্পিরিট দেখাতে বলেন। কিন্তু, ওই অতিরিক্ত রান হাতছাড়া করেননি মোহাম্মদ নবী। এরপর আম্পায়ারের কাছেও অভিযোগ করেন রোহিত শর্মা।


এরপর অবশ্য নিজে ব্যাট করতে নেমেও বিতর্কিত কাণ্ড ঘটিয়েছিলেন এই ওপেনার। রোহিত শর্মা ওভারের তৃতীয় এবং চতুর্থ বলে পরপর জোড়া ছক্কা হাঁকান। ভারতীয় ক্রিকেট দল ৫ বলে ১৫ রান করেই ফেলেছিল। জয়ের জন্য ভারতের দরকার ছিল মাত্র ২ রান। কিন্তু, ঠিক সেইসময় রোহিত শর্মা নিজেকে রিটায়ার্ড হার্ট ঘোষণা করেন এবং মাঠ ছেড়ে বেরিয়ে যান।


এটারই সুবিধা পরে পেয়েছিল ভারত। দ্বিতীয় সুপার ওভারেও নেমেছিলেন তিনি। যা নিয়েও চলেছে ব্যাপক বিতর্ক। যদিও নিজেকে রিটায়ার্ড নট আউট বলেননি রোহিত। যার ফলেই পেয়েছিলেন এমন সুবিধা।


সূত্রঃ ঢাকা পোস্ট