বিপিএলে অস্ট্রেলিয়ানদের কম আসার কারণ জানালেন কাটিং

ক্রিকেট দুনিয়া January 17, 2024 3,341
বিপিএলে অস্ট্রেলিয়ানদের কম আসার কারণ জানালেন কাটিং

বিপিএল খেলতে এসেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বেন কাটিং। সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠে নামবেন তিনি। বুধবার প্রথমদিনের মতো সিলেটের অনুশীলনের নামের আগে মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে এই অজি ক্রিকেটার জানিয়েছেন, কেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বিপিএল খেলার ইচ্ছে থাকলেও এখানে আসতে পারেন না।


অজি তারকা বেন কাটিং মনে করেন, বিগ ব্যাশের সাথে বিপিএলের সূচি সাংঘর্ষিক হওয়ার কারণেই অস্ট্রেলীয়রা বিপিএলে খেলতে আসেন না। তার ভাষায়, ‘অস্ট্রেলীয়রা বিপিএলে কেন কম খেলে, এটার কারণ তো একেবারে সাধারণ।


একই সময়ে বিগ ব্যাশ চলে অস্ট্রেলিয়াতে। আমার মতো অন্য লিগ খেলতে পারে খুব কম অস্ট্রেলীয় ক্রিকেটারই। ২-১ জন ফ্রিল্যান্স ক্রিকেটারই শুধু খেলতে পারে। তবে ছেলেরা বিপিএল খেলতে এলে অনেক উপভোগ করত। বিগ ব্যাশের সাথে সূচি সাংঘর্ষিক না হলে অস্ট্রেলিয়ার অনেকেই খেলতে পারত।’


প্রথমবার বিপিএল খেলতে এলেও দেশের উইকেট নিয়ে মাথাব্যাথা নেই কাটিংয়ের। তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা বেশ ভারসাম্যপূর্ণ একটা দল। একইসাথে শক্তিশালী দল। বিদেশিদের নিয়ে দারুণ কম্বিনেশনে দল সাজানো হয়েছে। লড়াইটা ব্যাট-বলের।


উইকেট ব্যাটিং বান্ধব হলে বোলিং কেমন সেটা প্রভাব ফেলবে না। উইকেট কেমন হবে এসব নিয়ে সত্যি বলতে এখনও কিছু শুনিনি। টিভিতে বিপিএল দেখেছি, দেখলাম অনেক রান হয়। আবার সময়ের সাথে সাথে উইকেটে অনেক স্পিন ধরে। শেষদিকে উইকেট এমন হবেই, যেকোনো লিগে’


কাটিং বাংলাদেশের মাটিতেও নিজের সহজাত আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। কাটিং বলেন, ‘আমি আশা করি আপনারা কিছু ছক্কা দেখতে পারবেন। আমি ব্যাটে-বলে মাঠে নামার অপেক্ষায় আছি। আশা করি ভালো কিছু ম্যাচ খেলতে পারব।’


সূত্রঃ সমকাল অনলাইন