বিপিএলের এবারের আসরে কোন দলের অধিনায়ক কে?

ক্রিকেট দুনিয়া January 17, 2024 3,701
বিপিএলের এবারের আসরে কোন দলের অধিনায়ক কে?

দরজায় কড়া নাড়ছে বিপিএলের দশম আসর। আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি লিগটি। ১৯ জানুয়ারি বিপিএলের উদ্বোধনী ম্যাচে দুপুরে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ও ঢাকা। দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সিলেট ও চট্টগ্রাম।


এখন পর্যন্ত টুর্নামেন্টটির নয়টি আসর মাঠে গড়িয়েছে। যেখানে এ পর্যন্ত চারটি দল চ্যাম্পিয়ন হিসেবে পাওয়া গেছে। যারমধ্যে সর্বোচ্চ চারবার শিরোপা ঘরে তুলে সবচেয়ে সফল দলের তকমা পেয়েছে কুমিল্লা, তিনবার চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা।


বিপিএলের দশম আসরে অংশ নিচ্ছে সাতটি দল। যেখানে চমক দেখিয়েছে অধিনায়কত্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সফলতম অধিনায়ক ইমরুল কায়েসকে বাদ দিয়ে নতুন অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে।


অপরদিকে রংপুর টাইগার অলরাউন্ডার থাকার পরও নেতৃত্বের দায়িত্ব সামলাবেন নুরুল হাসান সোহান। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কের দায়িত্ব পালন করবেন শুভাগত হোম। অন্যদিকে মাশরাফি এবারও সিলেটকে নেতৃত্ব দিবেন।


আর খুলনা টাইগার্সের অধিনায়ক হিসেবে রয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার এনামুল হক বিজয়। অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত বরিশাল দলকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল।


বিপিএলের সাত দলের অধিনায়ক :


কুমিল্লা ভিক্টোরিয়ান্স- লিটন দাস

দুর্দান্ত ঢাকা- মোসাদ্দেক হোসেন সৈকত

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- শুভাগত হোম

সিলেট স্ট্রাইকার্স- নাজমুল হোসেন শান্ত

খুলনা টাইগার্স- এনামুল হক বিজয়

ফরচুন বরিশাল- তামিম ইকবাল

রংপুর রাইডার্স- নুরুল হাসান সোহান।


সূত্রঃ ঢাকা মেইল