শেষ ওভারে ২৪ রান তুলে জিম্বাবুয়ের রোমাঞ্চকর জয়

ক্রিকেট দুনিয়া January 17, 2024 9,219
শেষ ওভারে ২৪ রান তুলে জিম্বাবুয়ের রোমাঞ্চকর জয়

জয়ের জন্য জিম্বাবুয়ের শেষ ওভারে প্রয়োজনে ছিল ২০ রান । জিম্বাবুয়ের রান তখন ৬ উইকেটে ১৫৪ । ক্রিজে ছিলনা কোন প্রতিষ্ঠিত ব্যাটসম্যান । অন্যদিকে শেষ ওভারে শ্রীলঙ্কার বোলিং এট্যাকে ছিল অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস । অনেকে ধরেই নিয়েছিল ম্যাচটি জিম্বাবুয়ের হাত থেকে ফসকে যাচ্ছে । কিন্ত না অ্যাঞ্জেলো ম্যাথুসের বাজে বোলিং আর ব্যাটসম্যানদের বুদ্ধিদীপ্ত ব্যাটিং এ শেষ ওভারে ২৪ রান নিয়ে অবিশ্বাস্য জয় পায় জিম্বাবুইয়ে ।


কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। আগে ব্যাট করতে নেমেই বেশ চাপে পড়ে যায় লঙ্কানরা। শীর্ষ চার ব্যাটার আউট হন দলের মাত্র ২৭ রানের মধ্যে।


এরপর দলের হাল ধরেন অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং চারিথ আসালাঙ্কা। পরিস্থিতি সামাল দিয়ে সাবলীল ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকেন দুজন। পঞ্চম উইকেটে ম্যাথুজ ও আসালাঙ্কা ৭৯ বলে ১১৮ রানের নতুন শ্রীলঙ্কান রেকর্ড গড়েন। ২০২১ সালে শারজায় বাংলাদেশের বিপক্ষে আসালাঙ্কা ও ভানুকা রাজাপাকসার ৮৬ রান ছিল এতদিন পর্যন্ত এই জুটিতে শ্রীলঙ্কার সর্বোচ্চ।


দলীয় ১৪৫ রানে আউট হওয়ার আগে ৩৯ বলে ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন আসালাঙ্কা। অন্যদিকে শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি জয়ের নায়ক ম্যাথুজ প্রতিরোধ গড়েন। ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি। ৫১ বলে ছয় চার ও দুই ছয়ে ৬৬ রানে অপরাজিত ছিলেন ম্যাথুজ। এটি টি-টোয়েন্টিতে তার ষষ্ঠ হাফ সেঞ্চুরি । নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রানের সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা।


জিম্বাবুয়ের হয়ে ২টি করে উইকেট শিকার করেন লুক জঙ্গুয়ে এবং ব্লেসিং মুজারাবানি। ১টি করে উইকেট নেন ক্লিভ মাদান্দে এবং ওয়েলিংটন মাসাকাদজা।


শ্রীলঙ্কার দেয়া ১৭৪ রানে লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই স্বাচ্ছন্দ্যে খেলে জিম্বাবুয়ে। ২২ রানের মাথায় প্রথম উইকেট পড়লেও ক্যারিগ আরভাইন ও ব্রিয়ান ব্যানেট দ্বিতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়ে বিপত্তি সামাল দেন। ৯৬ রানের ২য় উইকেট পতনের পর কিছুটা নড়বড়ে হয়ে যায় সফরকারীদের ব্যাটিং।


তবে দলের ১৩১ রানের মাথায় আরভিন আউট হয়ে গেলে বিপদে পড়ে যায় জিম্বাবুয়ে। সাজঘরে ফেরার আগে ৫৪ বলে ৭০ রানের ইনিংস খেলেন আরভিন। এরপর দলের আরেক ভরসা রায়ান বার্ল ভালো শুরুর পর হোঁচট খেয়েছেন। ৯ বলে ১৩ রান করে আউট হন তিনি।


ষষ্ঠ উইকেট পতনের পর মাঠে ছিলেন লুক জংওয়ে ও ক্লিভে মাদানদে। শেষ ওভারে প্রয়োজন ছিল ২০ রান। শেষ ওভারের প্রথম বলেই নো বল করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং সে বলে ছক্কা হাকান জংওয়ে।


পরের ৩ বলে আরো ১০ রান যোগ করেন জংওয়ে। চতুর্থ বলে জংওয়ের সহজ ক্যাচ মিস করেন মহেশ থিকসানা। এরপর মাদানদে স্ট্রাইকে গিয়ে ৫ম বলে ছক্কা হাকিয়ে অসম্ভবকে সম্ভব করেন।


ব্যাট হাতে ১২ বলে অপরাজিত ২৫ ও বল হাতে ২ উইকেট শিকার করে জয়ের নায়ক লুক জংওয়ে। এছাড়া জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৭০ রান করে আরভাইন।