শেষ মুহূর্তে পাকিস্তানের তারকা অলরাউন্ডারকে দলে ভেড়ালো খুলনা

ক্রিকেট দুনিয়া January 14, 2024 7,565
শেষ মুহূর্তে পাকিস্তানের তারকা অলরাউন্ডারকে দলে ভেড়ালো খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু হতে আর আর মাত্র পাঁচদিন বাকি । ইতিমধ্যেই বিপিএলের সাতটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের দল গুছিয়ে নিয়েছে । এবারের আসরকে সামনে রেখে শিরোপা জয়ের লক্ষ্যে শক্তিশালী দল গড়েছে খুলনা টাইগার্স। টুর্নামেন্ট শুরুর শেষ মুহূর্তে পাকিস্তানের তারকা এক অলরাউন্ডারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। রোববার (১৪ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে খুলনা টাইগার্স।


জানা যায়, খুলনা টাইগার্স শেষ মুহূর্তে দলে নিয়েছে পাকিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে। বিপিএলের শুরু থেকেই পাকিস্তানি এই ক্রিকেটারকে পেতে আশাবাদী ফ্র্যাঞ্চাইজিটি।


এবারের আসরে খুলনা টাইগার্সের পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন রুবেল হোসেন। দলটিতে রয়েছেন এনামুল হক বিজয়ের মতো অভিজ্ঞ ক্রিকেটার। উল্লেখযোগ্য বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন এভিন লুইস, ফাহিম আশরাফ, দাসুন শানাকা, শাই হোপ ও মোহাম্মদ ওয়াসিম।


বিপিএল শুরুর অল্প কিছুদিন বাকি থাকলেও এখনও অধিনায়কের নাম প্রকাশ করেনি ফ্র্যাঞ্চাইজিটি। দলটির নেতৃত্বে কে থাকবেন তা নিয়েও ধোঁয়াশা থাকলেও দলটির প্রধান কোচের ভূমিকায় থাকবেন তালহা জুবায়ের। সাবেক এই টাইগার পেসারের বিপিএলে পেস বোলিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।