দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত হয়ে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান পাপন । একই সাথে বিসিবির সভাপতি পদেরও দায়িত্ব সামলাচ্ছেন তিনি । মন্ত্রী হওয়ার পর থেকেই ক্রিকেট বোর্ডের দায়িত্ব ছাড়া নিয়ে চলছে তুমুল আলোচনা। রোববার (১৪ জানুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে অফিস করেন পাপন। সেখানে আবারও তিনি কথা বলেন বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়া নিয়ে।
জাতীয় ক্রীড়া পরিষদের কার্যালয়ে উপস্থিত হয়ে ক্রীড়ামন্ত্রী পাপন জানান, যত দ্রুত সম্ভব বিসিবি সভাপতির পদ ছাড়তে চান তিনি, তবে দেশের ক্রিকেটের ক্ষতি করে নয়। বিসিবি বস বলেন, ‘আমার ইচ্ছে হলো বিসিবি থেকে বের হওয়ার। যতো দ্রুত সম্ভব বের হয়ে আসতে চাই। তবে এমন কিছু করব না যেটার কারণে দেশের ক্রিকেটের ক্ষতি হবে। এখন এটি ছেড়ে দেওয়া ভালো। তবে বিসিবি সভাপতি পদে থাকতে আইনগত কোনো বাধা নেই। ’
কী কারণে বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়তে চান সেটিরও ব্যাখ্যা দিয়েছেন পাপন। তিনি বলেন, ‘এখন আরও বড় দায়িত্ব পেয়েছি। সব খেলাকেই এখন আমাকে সমান চোখে দেখতে হবে। বিসিবির সভাপতি হিসেবে যে সময় দিতে হবে সে সময় দিতে পারব না বিধায় আমার সরে আসা উচিৎ। ’