বাবর-ফখর ঝড়ের পরেও নিউজিল্যান্ডের কাছে হারলো পাকিস্তান

ক্রিকেট দুনিয়া January 14, 2024 5,304
বাবর-ফখর ঝড়ের পরেও নিউজিল্যান্ডের কাছে হারলো পাকিস্তান

১৯৫ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ রানেই সাজঘরে ফেরে পাকিস্তানের দুই ওপেনার । তবে বাবর আজম ও ফখর জামানের ব্যাটে চড়ে বেশ ভালোভাবেই আগাচ্ছিল পাকিস্তান । ফিফটি তুলে নিয়ে দলীয় ৯৭ রানের মাথায় ফখর ফিরলে থেমে যায় রানের গতি। পরে বাবরের ৬৬ রান বাদে বাকি ব্যাটার কেবলই কমিয়েছেন ব্যবধান। মিলনে-সোদি বোলিং নৈপুণ্যে শেষ পর্যন্ত ১৭৩ রানে থামে সফরকারীরা। এতে ২১ রানের জয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে কেন উইলিয়ামসনের দল।


রোববার (১৪ জানুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটে হ্যামিলটনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ম্যাচটিতে টস জিতে স্বাগতিক নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান।


এ দিন ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা এনে দেন কিউই ওপেনার ফিল অ্যালেন ও ডেভন কনওয়ে। দুজনের মারকুটে ব্যাটিংয়ে ৫ ওভারেই ৫৯ রান তুলে নেয় দলটি। তবে ষষ্ঠ ওভারের প্রথম বলে কনওয়েকে সাজঘরে ফেরান আমের জামাল। কিউই ওপেনাররে শূন্যস্থান পূরণ করেন অধিনায়ক কেইন উইলিয়ামসন। তিনিও চড়াও হয়ে ব্যাটিং করেন। তবে ১৫ বলে ২৬ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়েছে।


এরপরে ছোট ছোট জুটি হলেও রানের খাতা সমান গতিতে চলমান রেখেছে নিউজিল্যান্ড। বিশেষ করে ওপেনার ফিন অ্যালেন একপ্রান্ত আগলে রেখে নেতৃত্ব দিয়েছেন বড় স্কোর গড়ার। তার সঙ্গে একে একে ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনার যোগ দিয়ে রানের খাতা বড় করেছেন। দলটি শেষ পর্যন্ত ১৯৪ রান সংগ্রহ করে।


এ দিকে ১৯৫ রানের লক্ষ্যে নেমে পাকিস্তান ১০ রানের মধ্যে ২ উইকেট হারায়। শুরুটা খারাপ হলেও সেই ধাক্কা কাটে বাবর আজম ও ফকর জামানের ব্যাটে ভর করে। এরপরে জয়ের লক্ষ্যে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেন এই দুই ব্যাটসম্যান। তবে দলীয় ৯৭ রানে ব্যক্তিগত ৫০ করে ফকর আউট হলে আবারও চাপে পড়ে দলটি। তবুও জয়ের লক্ষ্যে অটল পাকিস্তান ভরসা করে বাবরের ব্যাটে। সতীর্থরা উইকেটে টিকতে না পারলেও বাবর চেষ্টা করেন রানের গতি ধরে রাখতে।


তবে ১৫৩ রানে বাবর ফিরলে সেই আশার প্রদীপ নিভে যায়। শেষ দিকে অধিনায়ক শাহিন কয়েকটি বাউন্ডারি হাঁকিয়ে আবারও জয়ের আশা পুনরুজ্জীবিত করেন। কিন্তু ১০ বলে ৩০ রান করার সমীকরণ রেখেই তিনি আউট হন। বাকিরা মাত্র ৮ রান তুলেই ক্ষান্ত হন। তাতে ২১ রানে জয় পায় নিউজিল্যান্ড। এর আগের ম্যাচেও জয়ের আশা দেখিয়ে হারে পাকিস্তান। তাতে যেন প্রথম ম্যাচেরই পুনরাবৃত্তি হলো দ্বিতীয় ম্যাচে। দ্বিতীয় ম্যাচে ৪১ বলে ৭৪ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ফিন অ্যালেন।


ডানেডিনে বাংলাদেশ সময় বুধবার ভোর ছ’টায় তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।


সংক্ষিপ্ত স্কোর:


নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৯৪/৮ (অ্যালেন ৭৪, কনওয়ে ২০, উইলিয়ামসন ২৬* আহত অবসর, মিচেল ১৭, ফিলিপস ১৩, চাপম্যান ৪, স্যান্টনার ২৫, মিল্ন ০, সোদি ০, সাউদি ৫*, সিয়ার্স ১*, ; শাহিন ৪-০-৩০-০, রউফ ৪-০-৩৮-৩, আব্বাস ৪-০-৪৩-২, জামাল ৪-০-৪২-১, উসামা ৪-০-৩৯-১)।


পাকিস্তান: ১৯.৩ ওভারে ১৭৩ (আয়ুব ১, রিজওয়ান ৭, বাকর ৬৬, ফখর ৫০, ইফতিখার ৪, আজম খান ২, জামাল ৯, শাহিন ২২, আব্বাস ৭, উসামা ০, হারিস ২*; সাউদি ৩.৩-০-৩১-২, মিল্ন ৪-০-৩৩-৪, ব্যান্টনার ৪-০-৪৭-০, সিয়ার্স ৪-০-২৮-২, সোদি ৪-০-৩৩-২)।

ফল: নিউজিল্যান্ড ২১ রানে জয়ী।


ম্যান অব দা ম্যাচ: ফিন অ্যালেন।


সিরিজ: ৫ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ২-০ ব্যবধানে এগিয়ে।