দুই হাত নেই তবুও ক্রিকেট খেলে প্রশংসা কুড়ালেন শচীনের

ক্রিকেট দুনিয়া January 13, 2024 15,199
দুই হাত নেই তবুও ক্রিকেট খেলে প্রশংসা কুড়ালেন শচীনের

কথায় আছে চেষ্টা থাকলে সফলতা আসবেই । বাবার সঙ্গে মিল-কারখানায় কাজ করার সময়ে ৮ বছর বয়সী আমির হোসেইন দুই হাত হারিয়েছিলেন। হাত দুটি হারলেও মনের মধ্যে ছিল ক্রিকেট খেলার অদম্য বাসনা। সেই বাসনার ফলস্বরূপ আজ তিনি জম্মু-কাশ্মীর রাজ্য প্যারা ক্রিকেট টিমের অধিনায়ক। অদ্ভুতভাবে ব্যাটিং এবং বোলিং রপ্ত করেছেন তিনি। তাতেই নজরে এসেছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের।


শুক্রবার (১২ জানুয়ারি) সামাজিকমাধ্যম এক্সে আমিরের একটি ভিডিও শেয়ার করেন শচীন টেন্ডুলকারের। সেখানে ভারতীয় কিংবদন্তি আমিরের সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন।


শচীন টেন্ডুলকার আমিরের ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘কেবল আমিরই এই অসম্ভবকে সম্ভব করেছে। আমি তার ভিডিও দেখে খুব আবেগতাড়িত হয়ে পড়েছি! খেলার প্রতি তার ভালোবাসা এবং আত্মত্যাগেরই প্রকাশ পেয়েছে সেখানে। আশা করি, একদিন তার সঙ্গে দেখা হবে এবং তার নাম লেখা একটি জার্সি নেওয়ার সুযোগ হবে। খেলাটিকে ভালোবাসা লাখ লাখ মানুষকে প্রেরণা দেওয়ার এই কাজটা দারুণ লেগেছে।


শেয়ার করা ভিডিওতে দেখা যায়, শচীনের নামাঙ্কিত ভারতীয় দলের জার্সি পরা একজন কংক্রিটের নেটে ব্যাটিং অনুশীলন করছেন। দুই হাত না থাকলেও দিব্যি সুস্থ মানুষের মতোই ব্যাটিং ও বোলিং করে যাচ্ছেন তিনি।


জানা গেছে, বিজবেহারার ওয়াঘামায় গ্রামে বসবাস করেন আমির হোসেইন। জম্বু ও কাশ্মীরের প্যারা ক্রিকেট (শারীরিক প্রতিবন্ধী) দলের অধিনায়ক তিনি। ২০১৩ সাল থেকে পেশাদার ক্রিকেট খেলছেন তিনি। দুই হাত না থাকলেও তার ক্রিকেটীয় দক্ষতা একজন কোচের নজরে আসে। দুই হাত ছাড়া ব্যাটিংয়ের ক্ষেত্রে তিনি কাঁধ এবং গলা ব্যবহার করেন। আর বোলিং করেন ডান পায়ের সাহায্যে।


এক সাক্ষাতকারে আমির হোসেইন বলেছেন, ‘২০১৩ সালে দিল্লিতে আমি জাতীয় পর্যায়ে খেলেছি। ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলি। এরপর আমি নেপাল, শারজা ও দুবাইয়ে খেলেছি। আমার খেলে দেখে সবাই খুব অবাক হতো। ক্রিকেট খেলার যে শক্তি আমি পেয়েছি, এজন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই।’