সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার আর সাউদি জেনুইন পেস বোলার । তারপরেও টি-২০ তে উইকেট শিকারে একজনকে অন্য জনের ছাড়িয়ে যাওয়া বেশ উপভোগ্য ছিল। তবে এতোদিন সাকিবের উইকেট সংখ্যা সাউদির কাছাকাছি থাকলেও, দূরত্ব বাড়িয়ে নিলেন সাউদি নিজেই ।
শুক্রবার (১২ জানুয়ারি) অকল্যান্ডে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৪ উইকেট তুলে নিয়ে প্রথম বোলার হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি। ১১৭ টি-২০ তে সাউদির উইকেট সংখ্যা দাড়িয়েছে ১৫১ টি ।
গত বছরের মার্চে সাউদিকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি বনেছিলেন সাকিব আল হাসান। ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট নিয়ে সাউদিকে ছাড়িয়ে যান সাকিব। তখন সাকিবের উইকেট ছিল ১৩৬, সাউদির ১৩৪।
এরপর জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে আরও ৪ উইকেট নিয়ে সংখ্যাটা ১৪০ এ নিয়ে যান সাকিব। আগস্টে আরব আমিরাতের বিপক্ষে ৬ উইকেট নিয়ে সাউদিও নিজের উইকেট সংখ্যা ১৪০ করেন। পরে একই মাসে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সাকিবকে ছাড়িয়ে যায় সাউদি।
জুলাইয়ের পর আর টি-টোয়েন্টি খেলেননি সাকিব। চোটের কারণে সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজেও খেলতে পারেনি। তাই সাকিবের উইকেট ১৪০ রয়ে গেছে । অন্যদিকে সাউদি নিজের সংখ্যাটা দিনকে দিন বাড়িয়ে নিচ্ছেন।
টি-টোয়েন্টি ক্রিকেটে সাউদি ও সাকিবের পরই সর্বোচ্চ উইকেট শিকারি আফগান লেগ স্পিনার রশিদ খান। ৮২ ইনিংসে তার উইকেট ১১৬টি। তালিকার চতুর্থ স্থানে থাকা ইশ সোধির ঝুলিতে রয়েছে ১০২ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা মালিঙ্গা এখনো আছেন তালিকার পঞ্চম স্থানে। ৮৩ ইনিংসে তার উইকেট ১০৭টি।