তাসকিনের বলে আঘাত পেয়ে মাঠ ছাড়লেন তামিম

ক্রিকেট দুনিয়া January 9, 2024 311
তাসকিনের বলে আঘাত পেয়ে মাঠ ছাড়লেন তামিম

ইনজুরির কারণে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তামিম ইকবাল। ধীরে ধীরে নেটে ব্যাটিং শুরু করেছিলেন মাঠে ফেরার জন্য। এবার অনুশীলনের সময় তাসকিন আহমেদের বলে আঘাত পেয়েছেন এই ওপেনার।


আজ মঙ্গলবার (০৯ জানুয়ারি) দুপুরে ইনডোরের আউটারে তাসকিনের বোলিংয়ে বাম হাতে আঘাত পান তামিম। আঘাত পেয়ে তামিম কিছুক্ষণ বসে থাকেন ইনডোরে। এরপর আঙুলে টেপ পেঁচিয়ে ইনডোর থেকে বেরিয়ে যান।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী রাইজিংবিডিকে জানিয়েছেন, এখনো তারা এই বিষয়ে অবগত নন। তবে গতকাল পর্যন্ত সব ঠিক ছিল বলে মন্তব্য করেন তিনি।


২৩ সেপ্টেম্বর নিউ জিল্যান্ডের বিপক্ষে সবশেষ খেলেন তামিম। এরপর বিশ্বকাপ দল থেকে বাদ পড়লে আর মিরপুরমুখি হননি। গত শুক্রবার তিনি মাঠে ফেরেন। এদিন অনূর্ধ্ব-১৯ দলকে ব্যাট এনে দিয়েছিলেন। সবশেষ গতকালও ব্যাটিং করেছেন।


এর আগে গত জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের পর দিয়েছিলেন অবসরের ঘোষণা। এবারের বিপিএল দিয়ে তার মাঠে ফেরার কথা রয়েছে।


সেই লক্ষ্যেই মিরপুরে ঘাম ঝরাচ্ছেন তামিম। তবে আজ আবারও নতুন চোটে অনুশীলন ছেড়ে উঠে যেতে হলো তাকে। পরবর্তীতে তাকে আবার কবে নেটে দেখা যাবে, সেটা জানা যাবে পরীক্ষা-নিরীক্ষার পর।


সূত্রঃ রাইজিংবিডি