আইসিসির ডিসেম্বর মাসের সেরার দৌড়ে তাইজুল

ক্রিকেট দুনিয়া January 8, 2024 898
আইসিসির ডিসেম্বর মাসের সেরার দৌড়ে তাইজুল

ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত ছিলেন তাইজুল। সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা তাঁর। দুই টেস্টের সিরিজে সবমিলিয়ে তার শিকার ছিল ১৫ উইকেট। সাদা পোশাকে বল হাতে এমন পারফরম্যান্সে আইসিসির মাস সেরা খেলোয়াড়ের জন্য মনোনয়ন পেয়েছেন তিনি।


বাংলাদেশের এই বাঁহাতি স্পিনারের সঙ্গে মাসসেরার মনোনয়নে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও নিউজিল্যান্ড অলরাউন্ডার গ্লেন ফিলিপস।


নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০৯ রানে ৪ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে আরো ভয়ংকর রূপে দেখা যায় এই বাঁহাতি স্পিনারকে।

বাংলাদেশের ১৫০ রানের জয়ে দ্বিতীয় ইনিংসে ৭৫ রানে ৬ উইকেট নেন তাইজুল। ম্যাচসেরাও হন তিনি।


মিরপুরে দ্বিতীয় টেস্টে দল হারলেও তাইজুল দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নেন। সিরিজসেরা হন তিনি। পুরো বছরের মতো গত মাসটাও স্মরণীয় করে রেখেছেন কামিন্স।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজটা দারুণ গেছে কামিন্সের।


বিশেষ করে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে দুই ইনিংসেই পাকিস্তানকে কাঁপিয়ে দেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। দুই ইনিংসেই ৫ উইকেট করে নেন তিনি। ওই ম্যাচেই টেস্ট ক্যারিয়ারের ২৫০ উইকেট পূর্ণ হয় কামিন্সের। একই সঙ্গে র‍্যাংকিংয়ের ১ নম্বরে ওঠে অস্ট্রেলিয়া।

তালিকার আরেক নাম ফিলিপসেরও গত মাসটা মনে রাখার মতো গেছে।


বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ব্যাটে-বলে নিজেকে মেলে ধরেন এই অলরাউন্ডার। প্রথম টেস্টে সব মিলিয়ে ৫ উইকেট নেন। ৬২ বলে ৪২ রানের একটি ইনিংসও আছে সেখানে।

ঢাকায় দ্বিতীয় টেস্টে দলকে সিরিজে সমতা ফেরাতে বড় ভূমিকা ফিলিপসের। প্রথম ইনিংসে ৩১ রানে নেন ৩ উইকেট। দলের বিপর্যয়ের মুখে প্রথম ইনিংসে ৭২ বলে ৮৭ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসেও ধ্বংসস্তূপ থেকে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন ফিলিপস।