নাজিবুল্লাহর ঝড়ে আরব আমিরাতকে হারিয়ে সিরিজ জিতলো আফগানিস্থান

ক্রিকেট দুনিয়া January 3, 2024 2,536
নাজিবুল্লাহর ঝড়ে আরব আমিরাতকে হারিয়ে সিরিজ জিতলো আফগানিস্থান

সিরিজ নির্ধারণী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৪ উইকেটে হারিয়ে শেষ হাসিটা হাসলো আফগানিস্থান । প্রথম দুই ম্যাচের পর সিরিজে ১-১ ব্যবধানে সমতা আসায় শেষ ম্যাচটা হয়ে দাঁড়িয়েছিল অলিখিত ফাইনাল। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত টায় মুখোমুখি হয় তারা ।


টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সংযুক্ত আরব আমিরাত । ইনিংসের দ্বিতীয় ওভারে দলীয় ১৫ রানের মাথায় নাভিনের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ১ রানে ফিরেন আরিয়ান লাকরা । এক প্রান্ত অধিনায়ক ওয়াসিম আগলে রাখলেও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আরব আমিরাত । মাত্র ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পরে যায় তারা । বাশিল হামিদকে নিয়ে চাপ সামাল দেয়ার চেষ্টা করেন ওয়াসিম ।


কিন্ত দলীয় ৫৬ রানের মাথায় কায়েসের বলে স্টাম্পিং হয়ে ২৫ বলে ২৭ রান করে সাজঘরে ফিরেন ওয়াশিম । ৮.৫ বলে ৫৬ রানে ৫ উইকেট হারিয়ে ধুকতে থাকে আরব আমিরাত । শেষ পর্যন্ত লোয়ার মিডল অর্ডারের দৃঢ়তায় ৯ উইকেট হারিয়ে ১২৬ রান তুলতে পারে সংযুক্ত আরব আমিরাত । আলি নাসিরের ব্যাট থেকে আসে ২২ বলে ২১ রান ।


ভৃত্য অরবিন্দ ও ধ্রুব পরাশর রানের খাতে খুলতে পারেনি । বাসিল হামিদ ১২, তানিশ সুরি ১১, আলি নাসির ২১, আয়ান আফজল খান ১০, আকিফ রাজা ১৩, জুনাইদ সিদ্দিকি ৬ রান করেন। ১৩ রানে অপরাজিত ছিলেন মোঃ জাউয়াদউল্লাহ।


২০ রানে ৪ উইকেট তুলে নেন নাভিন উল হক । লেগ স্পিনার কায়েস আহম্মেদ ২৪ রান দিয়ে ৪ ওভারে নেন ৩ টি উইকেট । ৩২ রান খরচ করে ৪ ওভারে ২ টি উইকেট নেন আজমতুল্লাহ ।


জবাবে ব্যাট করতে নেমে হজরতুল্লাহ জাজাই ও গুরবাজের ব্যাটে উরন্ত সূচনা পায় আফগানিস্তান । ইনিংসের ৪র্থ ওভারে দলীয় ৩০ রানের মাথায় সাজঘরে ফিরেন গুরবাজ । তিনি ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৪ বলে ২০ রান করেন । গুরবাজ ফিরলেও দলের হাল ধরেন হজরতুল্লাহ জাজাই ও ইব্রাহীম জাদরান । দুজনে মিলে গড়েন ৩৭ রানের জুটি ।


১০.৩ ওভারে দলীয় ৬৭ রানে ৩০ বলে ২৩ রান করে ফিরেন ইব্রাহীম জাদরান । এরপরে হজরতুল্লাহ জাজাই দলীয় ৮৫ রানে আউট হলে চাপে পরে যায় আফগানিস্থান । ২টি চার ও ২ ছক্কায় তার ব্যাট থেকে আসে ৩২ বলে ৩৬ রান ।


আজমতউল্লাহ ওমরজাই, ডারউইশ রসুলি, মোহাম্মাদ নাবি দ্রুত ফিরে গেলে দলীয় স্কোর দাঁড়ায় ১৬.৫ ওভারে ১০৩/৬ । কিছুক্ষনের জন্য মনে হচ্ছিল আফগানিস্থান ম্যাচটা হেরেই যাচ্ছে । তাদের ১৯ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৪ রান । শেষ পর্যন্ত নাজিবুল্লাহ জাদরানের ঝড়ে ৯ বল থাকতেই জিতে যায় আফাগানিস্থান । ২টি চার ও ২ ছক্কায় ১৩ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন তিনি ।


আফাগানিস্থানের হয়ে আজমতউল্লাহ ওমরজাই ১৬ , ডারউইশ রসুলি ২ , মোহাম্মাদ নাবি ১ রান করেন । শেষ পর্যন্ত আশরাফ অপরাজিত ছিলেন ০ রানে ।


বল হাতে ১ টি করে উইকেট নেন আফজাল খান, মোঃ জাউয়াদউল্লাহ, আলি নাসির, ধ্রুব পরাশর । ৩.৩ ওভারে ৩২ রান দিয়ে ২টি উইকেট নেন জুনাইদ সিদ্দিকি ।


ফলাফলঃ আফগানিস্থান ৪ উইকেটে জয়ী ।

ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন নাভিন উল হক ।