রোহিতকে ছাড়িয়ে এক বছরে ১০০ ছক্কার রেকর্ড ওয়াসিমের

ক্রিকেট দুনিয়া January 1, 2024 682
রোহিতকে ছাড়িয়ে এক বছরে ১০০ ছক্কার রেকর্ড ওয়াসিমের

ওয়াসিমের এক বছরে শত ছক্কার জন্য প্রয়োজন ছিল দুটি ছক্কা । বছরের শেষ দিনে সুযোগটি নিতে ছাড়েননি তিনি। আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে তিনটি ছক্কার সাহায্যে শেষ পর্যন্ত রেকর্ডটি নিজের করে নেন সংযুক্ত আরব আমিরাতের এই ব্যাটার। রেকর্ডটি গড়তে গিয়ে তিনি পেছনে ফেলেছেন হিটম্যান নামে পরিচিত ভারতের রোহিত শর্মাকে।


রোববার শারজায় দুই দেশের মধ্যকার দ্বিতীয় টি২০ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আমিরাত করেছিল ৭ উইকেটে করেছিল ১৬৬ রান। জবাবে আফগানিস্তান ১৫৫ রানে অল আউট হয়ে যায়। ফলে আমিরাত ১১ রানে ম্যাচটি জিতে যায়।


উল্লেখযোগ্য বিষয় হলো, বছরের শেষ দিনে আফগানদের বিরুদ্ধে ৩টি ছক্কা হাঁকানোর সুবাদে অবিশ্বাস্য এক বিশ্বরেকর্ড গড়েন ওয়াসিম। আজ পর্যন্ত বিশ্বের কোনো ব্যাটসম্যান যা করে দেখাতে পারেননি, তেমনই নজির গড়েন তিনি। বিশ্বের প্রথম ও এযাবৎ একমাত্র ক্রিকেটার হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে সব ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকানোর বিরল নজির গড়েন আমিরাতের অভিজ্ঞ ব্যাটার।


আফগানিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে ৩টি ছক্কা হাঁকানোর সুবাদে ২০২৩ সালে সব ফর্ম্যাট মিলিয়ে ওয়াসিমের আন্তর্জাতিক ছক্কার সংখ্যা দাঁড়ায় ১০১টি। তিনি ২০২৩ সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৪টি ইনিংসে ব্যাট করে ৪৭টি ছক্কা মারেন। ২০২৩ সালে ২৩টি আন্তর্জাতিক টি-২০ ইনিংসে ব্যাট করে ওয়াসিম ৫৪টি ছক্কা মেরেছেন।


মোহম্মদ ওয়াসিম ২০২৩ সালে বিশ্বের সব দেশের ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি ৮৬৩ রান সংগ্রহ করেছেন। তিনি সারা বছরে ওয়ান ডে ক্রিকেটে সাকুল্যে ৭৮২ রান সংগ্রহ করেছেন। আমিরাতের তারকা ওপেনার ২০২৩ সালে সবচেয়ে বেশি ওয়ান ডে রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় ৩৩ নম্বরে রয়েছেন।


উল্লেখযোগ্য বিষয় হলো, এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ছক্কা হাঁকানোর নিরিখে রোহিত শর্মার বিশ্বরেকর্ড ভেঙে দেন মোহম্মদ ওয়াসিম। রোহিত শর্মা ২০২৩ সালে সব ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৮০টি ছক্কা মেরেছেন। ২০১৯ সালে সব ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে হিটম্যান সাকুল্যে ৭৮টি ছক্কা হাঁকান।


এক ক্যালেন্ডার বর্ষে সব থেকে বেশি আন্তর্জাতিক ছক্কাঃ


১. আমিরাতের মোহম্মদ ওয়াসিম ২০২৩ সালে সব ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০১টি ছক্কা মারেন।


২. ভারত অধিনায়ক রোহিত শর্মা ২০২৩ সালে সব ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৮০টি ছক্কা মারেন।


৩. রোহিত শর্মা ২০১৯ সালে সব ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭৮টি ছক্কা মারেন।


৪. রোহিত শর্মা ২০১৮ সালে সব ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭৪টি ছক্কা মারেন।


৫. সূর্যকুমার যাদব ২০২২ সালে সব ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭৪টি ছক্কা মারেন।