একনজরে ২০২৪ সালে কোপা, ইউরো, টি-২০ বিশ্বকাপসহ যত খেলা

ক্রিকেট দুনিয়া January 1, 2024 3,267
একনজরে ২০২৪ সালে কোপা, ইউরো, টি-২০ বিশ্বকাপসহ যত খেলা

২০২৩ এর চেয়ে ২০২৪ এ বেশি ব্যস্ত সময় কাটবে ক্রীড়াপ্রেমী বিশ্ববাসীর । বছরজুড়ে, সব মহাদেশেই ফুটবল ও ক্রিকেট তার ব্যস্ততার ছাপ রেখে যাবে। কখনো কখনো খেলার ব্যস্ততায় হাঁপিয়ে উঠতে হবে । কি নেই এ বছর ? কোপা, ইউরো, টি-২০ বিশ্বকাপ, বিপিএল, আইপিএলসহ সারাবছর বাংলাদেশ জাতীয় ক্রিকেট ও ফুটবল দলের খেলা । চলুন জেনে নিই ২০২৪-এ কখন, কোন খেলা, কোথায়।


নতুন সূর্যোদয়ে স্বাগত ২০২৪। যে সূর্যের আভার সঙ্গে মিশে আছে সকালের শুভ্রতা, শীতের তীব্রতা সঙ্গে খেলার ব্যস্ততা। লিপ ইয়ার, তাই একটা দিন বেশি। সঙ্গে খেলা আর খেলা দেখার সুযোগও। বছরজুড়ে বাংলাদেশ ক্রিকেট দল কোথায়, কবে খেলবে তাতেই সবার আগ্রহ বেশি। এ বছর বিশ্বকাপ আছে। তার বাইরেও সাতটি হোম আর অ্যাওয়ে সিরিজ খেলবে টাইগাররা। যার মধ্যে তিনটি দেশে, চারটি বিদেশে। টেস্ট হবে ১৪টি, তবে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের বছর বলে সবচেয়ে বেশি ১৭ টি-টোয়েন্টি।


বছরের মধ্যপথে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নতুন মোড়কে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হবে এবারের আসর। ২০ দেশের একটি বাংলাদেশ। বছরের শেষভাগে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে। তারিখ চূড়ান্ত না হলেও দশ দেশের আসরে স্বাগতিক হিসেবেই আছে টাইগ্রেসরা। তবে বছর শুরু হবে যুবাদের আসর দিয়ে। তিন বিশ্বকাপের বছরের প্রথমটা দক্ষিণ আফ্রিকায় যুব আসর দিয়ে।


ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মধ্যে বিপিএল সবার আগে। ১৯ জানুয়ারি শুরু হবে সাত দলের টুর্নামেন্ট। বছরটা ফুটবলেরও। বাংলাদেশে আসবে ফিলিস্তিন, অস্ট্রেলিয়া। জামাল, জিকোরা খেলবে বিশ্বকাপ বাছাইয়ের চার ম্যাচ। দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখার মিশন নারীদের। অক্টোবরে আসর, হতে পারে ঘরের মাটিতেই। আঞ্চলিক টুর্নামেন্ট ছাড়াও চার মহাদেশে হবে ফুটবল শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট। এশিয়া দিয়ে শুরু আর শেষ ইউরো দিয়ে।


কোপা আমেরিকা নিজ মহাদেশ ভুলে প্রতিবেশি যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবে। খেলবে দুই মহাদেশের ১৬ দেশ।ঠিক একই সময় ইউরোপিয়ান ফুটবল শ্রেষ্ঠত্বের আসর ফিরছে তিন বছর পর। জার্মানিতে ২৪ পাওয়ার হাউজ মুখোমুখি হবে শিরোপার জন্য। এশিয়ান টুর্নামেন্ট অবশ্য গত বছরের। পিছিয়ে হচ্ছে জানুয়ারিতে। বিশ্বকাপের পর কাতার প্রস্তুত এশিয়ান কাপ আয়োজনে। দিদিয়ের দ্রগবার দেশ আইভোরি কোস্টে বসছে আফ্রিকান কাপ অব নেশন্স। এশিয়ার মত এখানেও গত বছরের টুর্নামেন্ট নতুন বছরে।


এ বছর নেই ক্লাব বিশ্বকাপ। ২০২৫ থেকে ফিরবে নতুন ফরম্যাটে। তাই চ্যাম্পিয়নস লিগই সবচেয়ে বড় আসর। লন্ডনের ওয়েম্বলিতে ১ জুন ইউরোপিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াই। অলিম্পিকের বছর ২০২৪। সামার অলিম্পিক, প্যারালিম্পিক বসবে প্যারিসে। তবে বছরের শুরুটা দক্ষিণ কোরিয়ায় যুব অলিম্পিক দিয়ে।


প্রতি বছরের ন্যায় এ বছরও থাকছে পিএসএল, আইপিএল, সিপিএল, বিগ ব্যাশসহ নানা ফ্র্যাঞ্চাইজি লীগ । ফেব্রুয়ারির ১৩ তারিখে শুরু হবে পিএসএল, অন্যদিকে আইপিল শুরু হবে ২৩এ মার্চ ।