নবির লড়াই সত্ত্বেও আরব আমিরাতের কাছে হারলো আফগানিস্তান

ক্রিকেট দুনিয়া January 1, 2024 9,694
নবির লড়াই সত্ত্বেও আরব আমিরাতের কাছে হারলো আফগানিস্তান

শুক্রবার শারজায় সিরিজের প্রথম টি-২০ ম্যাচে জয় তুলে নিয়ে আফগানিস্তান ১-০ লিড নেয়। তবে রবিবার সেই শারজাতেই সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে হারের মুখ দেখতে হয় আফগানদের। আফগানিস্তানকে ১১ রানের হারিয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় সংযুক্ত আরব আমিরাত এবং জয় দিয়ে বছরের শেষ দিনটা স্মরণীয় করে রাখে তারা।


দ্বিতীয় টি-২০ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে সংযুক্ত আরব আমিরাত । দুই ওপেনার মহম্মদ ওয়াসিম ও আরিয়ান লাকরার জোড়া হাফ-সেঞ্চুরিতে ভর করে তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৬ রান সংগ্রহ করে।


ওয়াসিম ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৫৩ রান করে আউট হন। তিনি এক ক্যালেন্ডার বর্ষে ১০০-র বেশি আন্তর্জাতিক ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ডও গড়ে ফেলেন। আরিয়ান ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৬৩ রান করেন।


বাকিরা অবশ্য কেউই বলার মতো রান করতে পারেননি। ভৃত্য অরবিন্দ ২, বাসিল হামিদ ৫, তানিশ সুরি ১১, আলি নাসির ৬, আয়ান আফজল খান ১ ও আকিফ রাজা অপরাজিত ১৩ রান করেন। খাতা খুলতে পারেননি ধ্রুব পরাশর।


আফগানিস্তানের হয়ে ১৫ রানের বিনিময়ে ২টি উইকেট নেন কাইস আহমেদ। ৩৫ রানে ২টি উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই। ১৪ রানে ১টি উইকেট নেন মহম্মদ নবি। ২৫ রান খরচ করে ১টি উইকেট দখল করেন ফজলহক ফারুকি। উইকেট পাননি নবীন উল হক ও নূর আহমেদ।


জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান ১৯.৫ ওভারে ১৫৫ রানে অল-আউট হয়ে যায়। আফগানিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেয় দুই ওপেনার । দলিয় ৪৭ রানে ১৭ বলে ২১ রান করে ফিরেন রহমানউল্লাহ গুরবাজ । এর পরে ইব্রাহিম জাদরান ও হজরতুল্লাহ জাজাই দ্রুতই সাজঘরে ফেরেন । ২টি চার ও ৩টি ছক্কার সাহায্য়ে ২৭ বলে ৩৬ রান করেন হজরতউল্লাহ জাজাই । ৯.৪ ওভারে ৭২ রানে আফাগানিস্তান ৩ উইকেট হারায় ।


ব্যাট করতে নেমে শুরুতে ধির গতিতে রান তুললেও শেষ দিকে ঝড় তুলেন নাবি । শেষ ওভারে প্রয়োজন ছিল ১৯ রান কিন্ত মাত্র ৮ রান তুলতে পারে আফগানিস্তান । শেষ ওভারের প্রথম বলে রান না পেলেও পরের বলে ছক্কা হাকান নবি । ঐ ওভারের ৩য় বলে নাবি আউট হয়ে ফিরলে জয়ের আশা শেষ হয়ে যায় আফগানিস্তানের । মহম্মদ নবি নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন। তিনি ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৭ বলে দলের হয়ে সব থেকে বেশি ৪৭ রান করে আউট হন।


এছাড়া ইব্রাহিম জাদরান ৪, নাজিবউল্লাহ জাদরান ১২, আজমতউল্লাহ ওমরজাই ১, কাইস আহমেদ ১৮ ও নূর আহমেদ ৮ রান করেন। খাতা খুলতে পারেননি ডারউইশ রসুলি, নবীন উল হক ও ফজলহক ফারুকি।


সংযুক্ত আরব আমিরাতের মহম্মদ জাওয়াদউল্লাহ ২৬ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। ২৪ রানে ৪টি উইকেট নেন আলি নাসির। ১টি করে উইকেট নেন জুনাইদ সিদ্দিকি ও আকিফ রাজা। ম্যাচের সেরা হন আলি নাসির।