আজ ১০টি বছর পর কফি হাউজটাতে আসলাম......... স্মৃতির ণুড়ি পাথর গুলোর খুঁজে...
মনে হচ্ছে সব ঠিকিই আছে, কিন্তু কিছুই আগের মত নেই, তবে কিছু কিছু জিনিস খুব পরিচিত মনে হচ্ছে,
সেই কফির গন্ধ, পুরনো পাখা,
পুরনো দিন গুলো হঠাৎ চোঁখের সামনে ভেসে উঠতে লাগলো...
সবাই মিলে আড্ডা দিতাম, যত ঝগড়া সব করতাম, মান অভিমানতো থাকতোই......
আগের মতোই দিন আসে রাত হয়, কিন্তু আগের মতো দিন আর রাত এক হয়না, কেনোনা এখন দিন আর রাতের মাঝ থেকে কফি হাউজের আড্ডাটা হারিয়ে গেছে......
মনের মাঝে একটা দীর্ঘ শ্বাস চেপে আছে, ইচ্ছা করছে তা ফেলে দিতে, কিন্তু পারতেছিনা....
কেনইবা পারবো...? বুকের মাঝেতো ১০টি বছরের অবক্ষয় হয়ে গেছে, তার স্মৃতি গুলো কি এতো সহজেই ঝেড়ে ফেলা যাবে.....
দিন গেলো রাত গেলো, যেতে যেতে হঠাৎ বুঝতে পারলাম ১০টি বছর, এটাকে এখন আর দিন রাতের হিসাব করে হবেনা......
এখন শুধু কফি হাউজটার দিকে তাকিয়ে আছি, পারবে কি....?? কফি হাউজটা আমার সেই গত ১০টি বছরের চেপে থাকা দীর্ঘ শ্বাসটা ঝেড়ে ফেলতে.