এবার শেষ টি-২০ তেও লিটনের খেলা নিয়ে শঙ্কা

ক্রিকেট দুনিয়া December 30, 2023 678
এবার শেষ টি-২০ তেও লিটনের খেলা নিয়ে শঙ্কা

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে বাংলাদেশ । প্রথম ম্যাচে কিউইদের বিপক্ষে জয়ে দারুণ অবদান রাখেন লিটন কুমার দাস। ৩৬ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তবে ওই ম্যাচে পাওয়া চোট তাকে ছিটকে দেয় দ্বিতীয় ম্যাচ থেকে। যদিও বৃষ্টিতে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয়।


আগামীকাল সিরিজের শেষ ম্যাচে ভোর ছয়টায় কিউইদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচেও লিটনের খেলা নিয়ে শঙ্কা কাটেনি।


আজ সংবাদ সম্মেলনে আসা তাওহীদ হৃদয় লিটনের খেলার ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারেননি। তিনি বলেন, ‘যেহেতু দাদা (লিটন) ভালো একটা ছন্দে ছিল...এখন ইনজুরি তো কারো হাতে নেই। ওনার আপডেট কী সেটাও আমি জানি না। এটা ফিজিও বা কোচরা ভালো বলতে পারবে।’


তবে লিটন না খেললেও বাকিদের নিয়ে খেলার ব্যাপারে আগে থেকে প্রস্তুত থাকতে চান হৃদয়। তিনি বলেন, 'যদি সে আমাদের দলে নাও থাকে, আমাদের যা আছে সেটা নিয়ে আমাদের খেলতে হবে।'