গুরবাজের ঝড়ো সেঞ্চুরিতে বড় জয় পেলো আফগানিস্তান

ক্রিকেট দুনিয়া December 30, 2023 7,055
গুরবাজের ঝড়ো সেঞ্চুরিতে বড় জয় পেলো আফগানিস্তান

আরব আমিরাতের সঙ্গে চলতি টি-টোয়েন্টি সিরিজ কাগজে-কলমে ফেভারিট হিসেবেই শুরু করেছিল আফগানিস্থান।আর প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটে বলে আফগানরা দেখাল সহযোগী দেশগুলো থেকে কতটা এগিয়ে গিয়েছে দেশটি


শারজাহ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার আফগানরা জয় পেয়েছে একপেশেভাবে।সংযুক্ত আরব আমিরাতকে তারা হারিয়েছে ৭২ রানের বড় ব্যবধানে।রহমানউল্লাহ গুরবাজের ঝড়ো সেঞ্চুরিতে আগে ব্যাট করা আফগানরা ২০৪ রানে বড় সংগ্রহ দাড় করায়।


জবাব ব্যাট করতে নেমে ফারুকী-নূর-নাবীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৩১ রানেই থামে আমিরাতের ইনিংস।৭২ রানের বড় জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইব্ররাহিম জারদানের দল।


টস হেরে আগে ব্যাট করতে নামা আফগানিস্তানের উদ্বোধনী জুটি ভাঙে ৩১ রানে। দ্বিতীয় উইকেট জুটিতে ইব্রাহিম জাদরানকে নিয়ে ওপেনার গুরবাজ গড়েন ১৩৭ রানের রেকর্ড জুটি। এর আগে দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ ১১০ রান করেছিলেন আসগর আফগান ও মোহাম্মদ শাহজাদ। এবার গুরবাজ-ইব্রাহিমের ব্যাটে ভাঙল এই রেকর্ড।


২০৪ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের শুরুর দুই ওভারেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে স্বাগতিকরা। প্রথম পাওয়ার প্লের মধ্যেই আরব আমিরাত হারায় তৃতীয় উইকেট। চরম বিপাকে পড়া দলকে টেনে তোলার চেষ্টা চালিয়ে যান বৃত্ত অরবিন্দ। তাকে সঙ্গ দিয়ে অবশ্য বাসিল হামিদ ১৮ রান করে যান। বাকি দশ ওভার উইকেটে দেখ-শুনে কাটিয়ে দিলেও দলকে জয়ের পথে নিয়ে যেতে ব্যর্থ অরবিন্দ-সুরি জুটি।


অরবিন্দ অপরাজিত থাকেন ৭০ রান করে। তাকে সঙ্গ দেওয়া তানিশ সুরি অভিষেকে ২০ রানের মাধ্যমে তার সম্ভাবনার ঝলক দেখিয়েছেন। ২০ ওভারে ৪ উইকেটে ১৩১ রানে আটকে দেন আফগান বোলাররা। আর তাতেই আফগানিস্তানের ৭২ রানের বড় জয়। এর ফলে তারা সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।


সূত্রঃ ইনকিলাব অনলাইন