রিজওয়ানের বিতর্কিত আউট, জেতা ম্যাচ হারলো পাকিস্তান

ক্রিকেট দুনিয়া December 29, 2023 927
রিজওয়ানের বিতর্কিত আউট, জেতা ম্যাচ হারলো পাকিস্তান

জয়ের জন্য পাকিস্তানের দরকার যখন ৯৮ রান, হাতে তখন পাঁচ উইকেট । কামিন্সের শর্ট বলে উইকেটের পেছনে ক্যাচ হয়ে ফেরেন রিজওয়ান। অস্ট্রেলিয়ানদের আবেদনে ফিল্ড আম্পায়ার এটিকে আউট দেননি, ব্যাট বা গ্লাভসে লাগেনি বলে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল রিজওয়ানকেও। তবে অস্ট্রেলিয়া রিভিউ নিলে তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ তাকে আউট দেন।


বল রিজওয়ানের রিস্টব্যান্ডের পাশ দিয়ে যাওয়ার সময় স্নিকোতে স্পাইক ধরা পড়ে। তবে আম্পায়ারের সিদ্ধান্তে পরই অসন্তুষ্ট দেখা গেছে পাকিস্তানি উইকেটকিপার-ব্যাটসম্যানকে। ফিল্ড আম্পায়ার জোয়েল উইলসনের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাকে। রিজওয়ান ফিরলে ১৮ রান যোগ করতেই বাকি ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান ।


পাকিস্তানের হারটা যদিও অভাবনীয় নয়, তবে হারের ধরনটা বেশ নাটকীয়। ৩১৭ রানের লক্ষ্য তাড়ায় ৫ উইকেটে ২১৯ রান তোলে পাকিস্তান। এরপরই ধস নামে ইনিংসে, শেষ ১৮ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ হাতছাড়া করে শান মাসুদের দল। থমকে যায় ২৩৭ রানে।


মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন শেষ হওয়ার আগেই ২৬২ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। আর প্রথম ইনিংসে পাওয়া ৫৪ রানের লিডের ফলে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ৩১৭ রান। পাকিস্তানের হয়ে চারটি করে উইকেট নেন শাহিন আফ্রিদি ও মির হামজা।


জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দলীয় রান ৫০ ছোঁয়ার আগেই জোড়া উইকেট হারায় তারা। ৪ রান করে আব্দুল্লাহ শফিক ও ১২ রানে আরেক ওপেনার ইমাম উল হক আউট হন। তবে এরপর দলের হাল ধরেন শান মাসুদ ও বাবর আজম।


দু’জন মিলে গড়েন গুরুত্বপূর্ণ ৫১ রানের জুটি। ৬০ রান করে কামিন্সের বলে আউট হন পাকিস্তান অধিনায়ক মাসুদ। ইনিংস বড় করতে পারেননি বাবর আজমও। হ্যাজলউডের শিকার হওয়ার আগে ৪১ রান আসে তার ব্যাটে। দ্রুত ফেরেন সৌদ শাকিলও, ২৪ করে তিনি।


এরপর মোহাম্মদ রিজওয়ান ও আগা সালমান মিলে ধরেন ইনিংসের হাল। জুটি বড় হওয়ার আগেই রিজওয়ানকে থামান কামিন্স। ৩৫ রান নিয়ে মাঠ ছাড়তে হয় রিজওয়ানকে। ২১৯ রানে ষষ্ঠ উইকেট হারায় পাকিস্তান।


মাত্র ১৮ রান তুলতেই শেষ চার উইকেট হারিয়ে বসে পাকিস্তান। লড়াইয়ের আভাস দিয়েও হেরে যায় ম্যাচটা। পাকিস্তানের এই হারে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে সিডনিতে ৩ জানুয়ারি।


এই ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট পেয়েছেন প্যাট কামিন্স। তিনি প্রথম ইনিংসেও ৫ উইকেট পেয়েছিলেন। এ কারণে ম্যাচ সেরাও হয়েছেন অজি অধিনায়ক। এছাড়াও ৪ উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক।