শরিফুলের স্পোর্টসম্যান স্পিরিটে মুগ্ধ ক্রিকেট দুনিয়া

ক্রিকেট দুনিয়া December 29, 2023 16,241
শরিফুলের স্পোর্টসম্যান স্পিরিটে মুগ্ধ ক্রিকেট দুনিয়া

আবহাওয়া পূর্বাভাস ছিল পরিত্যাক্ত হতে পারে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি। বৃষ্টির কারণে শেষ পর্যন্ত আর পূর্ণতা পেলোনা এই ম্যাচ । তবে এই ম্যাচে সুযোগ পেয়েও রান আউট না করে প্রশংসায় ভাসছেন শরিফুল ।


টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড শিবিরে ইনিংসের দ্বিতীয় ওভারেই জোড়া ধাক্কা দেওয়ার সুযোগ পেয়ে যান শরিফুল ইসলাম। কিন্তু ক্রিকেট স্পিরিটের কথা চিন্তা করে সুযোগ নেননি তিনি। রান আউট করেননি কিউই ওপেনার টিম শেইফার্টকে।


ঘটনা দ্বিতীয় ওভারের পঞ্চম বলের। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামা নিউজিল্যান্ড শিবিরে দ্বিতীয় বলেই ধাক্কা দেন শরিফুল। তুলে নেন ওপেনার ফিন অ্যালেনকে।


৯ রানে ১ উইকেটে হারিয়ে চাপে ছিল নিউজিল্যান্ড । ওই ওভারের পঞ্চম বলে তিনে নামা ড্যারেল মিশেল জোরের ওপর সোজা শট খেলেন। বল গিয়ে লাগে নন স্ট্রাইক প্রান্তের শেইফার্টের হেলমেটে। ক্রিজে পড়ে যান তিনি। বল আসে উইকেট দাঁড়িয়ে থাকা শরিফুলের হাতে।


বাংলাদেশ দলের বাঁ-হাতি পেসার স্টাম্পে বল ছুড়ে রান আউট করতে পারতেন। রান আউট করার জন্য হাত তুলেও শেষ পর্যন্ত বল ছোড়েনি তিনি। ব্যাটার শেইফার্টের সামান্য বডি মুভমেন্ট দেখে দ্বিতীয় এটেম্প নেন শরিফুল। তিনি আন্ডার আর্ম থ্রো ইনে রান আউট করার চেষ্টা করেন। কিন্তু ওই বারও নিজেকে নিবৃত করেন এই ক্রিকেটার।


ম্যাচের শুরুতে টসে জিতে বোলিং নিয়েছিলেন শান্ত। প্রথম ইনিংসের শুরু থেকেই আকাশ ছিল মেঘলা। ১১ তম ওভারের খেলা শেষে বৃষ্টি বেড়ে গেলে মাঠ ছাড়েন ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের রান তখন ২ উইকেটে ৭২। এরপর আর মাঠে গড়ায়নি খেলা। বেশ কয়েকবার বৃষ্টি থামলেও আবারও হানা দেওয়ায় আম্পায়াররা অপেক্ষায় ছিলেন।


শেষ পর্যন্ত বৃষ্টি আর না থামায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। আগামী ৩১ ডিসেম্বর এই ভেন্যুতেই সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।