বিপিএলের দশম আসর শুরু হতে অল্প কিছুদিন বাকি । বিপিএলের ৭ ফ্র্যাঞ্চাইজিই মোটামুটিতাদের ঘর গুছিয়ে নিয়েছে । একবারে শেষ মুহুর্তে এসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দেখালো চমক । নিজেদের শক্তিমত্তা বাড়াতে এবার দলে ভেড়ালেন বিশ্বকাপ মাতানো পাকিস্তানি তারকা ক্রিকেটারকে ।
ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ অভিষেকেই সেঞ্চুরি করে আলোচনার জন্ম দিয়েছিলেন পাকিস্তানের আব্দুল্লাহ শফিক। ফখর জামানের জায়গায় সুযোগ পেয়ে দলের হয়ে খেলেছেন পরের সবগুলো ম্যাচেই। এতে পাকিস্তানের ওয়ানডে দলের নিয়মিত সদস্যই যেন হয়ে উঠেছেন শফিক।
স্ট্রাইক রোটেশনের সঙ্গে দ্রুত রান তোলার দক্ষতাও রয়েছে ডানহাতি এই ওপেনারের। বিশ্বকাপ মাতানো এই ক্রিকেটার এবার আসছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে বিপিএল খেলতে দেখা যাবে পাকিস্তানের এই ক্রিকেটারকে।
নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। চট্টগ্রামের জার্সি পরা ছবি পোস্ট করে তাকে স্বাগতও জানিয়েছে দলটি।
এবারই প্রথম বিপিএল খেলতে আসছেন পাকিস্তানের এই ওপেনার। ড্রাফটের বাইরে সরাসরি তার সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম। শফিকের পাশাপাশি চট্টগ্রামের হয়ে বিপিএল খেলতে দেখা যাবে কুশল মেন্ডিসকে। শ্রীলঙ্কার এই ক্রিকেটারকেও সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিদেশি ক্রিকেটার হিসেবে চট্টগ্রামের জার্সিতে আরও দেখা যাবে উইল জ্যাকস, বিলাল খান, মুহাম্মদ ওয়াসিম, কার্টিস ক্যাম্ফারদের।
দেশীয় ক্রিকেটারদের মাঝে চট্টগ্রামের হয়ে খেলবেন তানজিদ হাসান তামিম, আল আমিন সিনিয়র, সৈকত আলী, ইমরানউজ্জামান, শাহাদাত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল, শুভাগত হোম, জিয়াউর রহমান, নিহাদ উজ জামান ও শহিদুল ইসলাম।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-
রিটেইন: শুভাগত হোম, জিয়াউর রহমান, নিহাদ উজ জামান
ডিরেক্ট সাইনিং: শহিদুল ইসলাম, মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান, আব্দুল্লাহ শফিক, কুশল মেন্ডিস, স্টিফেন স্কিনাজি ও মোহাম্মদ হাসনাইন।
ড্রাফট থেকে: তানজিদ হাসান তামিম, আল আমিন সিনিয়র, সৈকত আলী, ইমরানউজ্জামান, কার্টিস ক্যাম্ফার, বিলাল খান, শাহাদাত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল।