নিউজিল্যান্ডের মাটিতে ১ম টি-২০ জয়ের পর যা বললেন শান্ত

ক্রিকেট দুনিয়া December 27, 2023 815
নিউজিল্যান্ডের মাটিতে ১ম টি-২০ জয়ের পর যা বললেন শান্ত

নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে জিতেছে আগেই , কয়েক দিন আগে ওয়ানডেতেও জয় পেয়েছে বাংলাদেশ । টি-২০ তেই জয় ছিল বাকি, আজ নিউজিল্যান্ডকে সিরিজের ১ম টি-২০ তে হারিয়ে ষোলো কলা পূর্ণ হলো টাইগারদের ।


এমন জয়ের পর অধিনায়ক শান্তর প্রতিক্রিয়া কি? নিশ্চয় বাঁধনহারা! ঠিক তাই। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অবশ্যই অনেক খুশি। অনেক বেশি গর্বিত এই জয়ে। দারুণ অনুভূতি।’


টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শেখ মাহেদী-শরিফুল ইসলামের বোলিং তোপে স্কোরবোর্ডে ৫০ জমা করতেই হারিয়ে ফেলে ৫ উইকেট। শেষ পর্যন্ত তারা ১৩৪ রান করে থামে। জয়ের ভিত গড়ে দিয়েছেন মূলত বোলারাই। সর্বোচ্চ ৩ উইকেট নেন শরিফুল ইসলাম। ২টি উইকেট করে নেন শেখ মাহেদী হাসান-মুস্তাফিজুর রহমান।


বোলারদের কৃতিত্ব দিয়ে শান্ত বলেন, ‘বোলিং পারফরম্যান্স খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়েছে, তারা দ্রুত শিখেছে। নতুন বলে শরিফুল, সাকিব (তানজিম) খুব ভালো বোলিং করেছে। শেখ মাহেদীর পারফরম্যান্সে মুগ্ধ। এই কন্ডিশনে সে খুব ভালো বোলিং করেছে।’


রান তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতে উইকেট হারালেও ব্যাটারদের দেখাচ্ছিলো সাবলীল। ছোট-ছোট জুটিতে এগোচ্ছিল জয়ের দিকে। তবে পরপর তাওহিদ হৃদয়-আফিফ হোসেনের আউটে কিছুটা চাপ বাড়ে। লিটন দাস-শেখ মাহেদীর ৪৫ রানের জুটিতে চাপ সামলে দাপুটে জয়ে মাঠ ছাড়ে লাল সবুজের দল।


‘শেষ দিকে কিছুটা চাপ ক্রিকেটের সৌন্দর্য্য। আমার মতে, এই ধরনের দলের বিপক্ষে এমন কন্ডিশনে এটি সবসময়ই চ্যালেঞ্জিং। তবে তাদেরকে (১৩৪ রানে) আটকে ফেলার পর আমরা আত্মবিশ্বাসী ছিলাম এবং ছেলেরা তা করে দেখিয়েছে’ -বলেছেন শান্ত।