চাপের মুখে মেহেদীকে যে পরামর্শ দিয়েছিলেন লিটন

ক্রিকেট দুনিয়া December 27, 2023 1,121
চাপের মুখে মেহেদীকে যে পরামর্শ দিয়েছিলেন লিটন

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ওয়ানডের পর কিউইদের মাটিতে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটেও প্রথম জয় পেয়েছে নাজমুল হোসেন শান্ত’র দল। অবশ্য নিউজিল্যান্ডের দেওয়া তুলনামূলক সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শেষদিকে কিছুটা চাপে পড়েছিল টাইগাররা।


কঠিন পরিস্থিতি থেকে দায়িত্বশীল ব্যাটিং করা লিটন দাসকে দারুণ সঙ্গ দিয়েছেন ম্যাচসেরা হওয়া শেখ মেহেদী। সে সময় দুজন যে কৌশলে খেলেছেন, ম্যাচের পর সেটাই জানিয়েছেন মাহেদী।


নেপিয়ারে দ্বিতীয় ইনিংসে ৯৭ রানে পাঁচ উইকেট হারানোয় কিছুটা চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেই চাপ সামলাতে লিটন-মেহেদীর ভালো বোঝাপড়ার দরকার ছিল। যা নিয়ে সংবাদ সম্মেলনে আসা মাহেদী জানান, ‘যেহেতু লিটন লম্বা সময় ধরে ব্যাটিং করতেছিল, উইকেট এবং ম্যাচ সম্পর্কে ওর ভালো আইডিয়া হয়ে গেছে।’


তিনি আরো বলেন, ‘এই ম্যাচটা জিততে হলে হয়তোবা ছোট আরেকটা জুটি দরকার ছিল। যেহেতু আমাদের ভালো জুটি হচ্ছিল মাঝখানে আবার দুইটা তিনটা ব্রেকথ্রু চলে গেছে কিউইদের পক্ষে। সেখান থেকে কামব্যাক করতে লিটন বলতেছিল যে পজিটিভ থাক শুধু, নরমালি খেলে শেষ দুই ওভারে দেখা যাবে।’


নেপিয়ারের এই উইকেটে ১৩৫ রান চেজ করা বেশ সহজ ছিল বলে জানান মাহেদী, ‘এইটা অবশ্যই ইজিলি চেজ করার মতো উইকেট ছিল। তারপরও গোল বলের খেলা, যেকোনো সময় মোমেন্টাম পরিবর্তন হয়ে যেতে পারে।’


তিনি আরো বলেন, ‘এভাবেই কথা বলে আমরা খেলছিলাম। একটা সময় প্রথম হাফে আমরাই আগাই ছিলাম। মাঝখানে আবার ওরা ব্যাক করছে। তারপরে ফিনিশ আবার আমরা ভালো টাচ দিছি, এমনই। খেলার ভেতর মোমেন্টাম পরিবর্তন হবে, এটাই ক্রিকেট।’