আইপিএল শুরুর আগেই বিপাকে কলকাতা নাইট রাইডার্স

ক্রিকেট দুনিয়া December 26, 2023 9,614
আইপিএল শুরুর আগেই বিপাকে কলকাতা নাইট রাইডার্স

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২ কোটি টাকা দিয়ে কেনা ক্রিকেটারকে হয়তো খেলাতেই পারবে না কলকাতা নাইট রাইডার্স। তাও অখ্যাত কেউ নন, তিনি আফগানিস্তানের মুজিব উর রহমান! যাকে সুনীল নারাইনের বিকল্প হিসেবেই ভাবা হচ্ছিল।


মূলত আফগান ক্রিকেট বোর্ড মুজিবকে আইপিএল খেলার ছাড়পত্র দেয়নি। শুধু মুজিব নন, ছাড়পত্র পাননি নাভিন উল হক এবং ফজল হক ফারুকিও। আগামী দু’বছরের জন্য তাদের ছাড়পত্র দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।


আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে। নাভিনরা বোর্ডের বার্ষিক চুক্তি থেকে নাম তুলে নিতে চেয়েছিলেন। এরপরই বোর্ড তাদের ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।


আগামী বছর আইপিএল শুরু হবে মার্চ থেকে। মুজিবকে ২ কোটি টাকা দিয়ে কিনেছে কলকাতা। নাভিনকে ধরে রেখেছে লখনৌ সুপার জায়ান্টস। এছাড়া ফজলকে রেখে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।


তবে এই তিন ক্রিকেটারকে হয়তো আইপিএলে খেলতে দেখা যাবে না। বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী এক বছর এই তিন ক্রিকেটারের বার্ষিক চুক্তি থাকবে না। আগামী দু’বছর তাদের ছাড়পত্র দেওয়া হবে না।


সেখানে আরো বলা হয়েছে, ক্রিকেটাররা অন্য কোনো প্রতিযোগিতায় খেলার আগে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে বোর্ড সিদ্ধান্ত নেবে। সেই নিয়ে কোনো আলোচনা করবে না বোর্ড। এতদিন যেসব ছাড়পত্র দেওয়া হয়েছে, সেটাও বাতিল করে দেওয়া হল।


মুজিবদের প্রায় সব ধরনের ক্রিকেট খেলাই বন্ধ করে দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড। ফলে আইপিএলে আপাতত তাদের পাওয়ার সম্ভাবনা নেই। আর তাই কিছুটা বিপাকে কলকাতাসহ বাকি দুই ফ্র্যাঞ্চাইজিও।


সূত্রঃ ডেইলি বাংলাদেশ