প্রধান নির্বাচকের দায়িত্ব কি ছাড়বেন ? যা বললেন নান্নু

ক্রিকেট দুনিয়া December 26, 2023 418
প্রধান নির্বাচকের দায়িত্ব কি ছাড়বেন ? যা বললেন নান্নু

দশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয় পুরুষ দলের নির্বাচক পদের সাথে আছেন মিনহাজুল আবেদিন নান্নু । এর মধ্যে ৮ বছর ধরে আছেন প্রধান নির্বাচক পদে । বাংলাদেশের ভালো ও মন্দ দুই সময়ই এসেছে তার হাত ধরে । তারপরেও প্রসংশার চেয়ে সমালোচিত হয়েছেন বেশি । আগামী ৩১ ডিসেম্বর বিসিবির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশারের ।


মঙ্গলবার নিজের বাসায় গণমাধ্যমকে জানিয়েছেন নির্দিষ্ট মেয়াদ শেষ হলে প্রধান নির্বাচকের দায়িত্ব ছাড়বেন কি না- এমন প্রশ্নের উত্তর ।


এদিন গণমাধ্যমকে নান্নু বলেন, ‘আমাদের প্রতি বছর এভাবেই যাচ্ছে, দশ বছর ধরে কাজ করছি। কোন সময় বলে নাই চুক্তি শেষ। বোর্ড মিটিং ছাড়া এটা সিদ্ধান্ত নিতে পারে না। এমনও হয়েছে এক বছর কাজের পর চুক্তি সই হয়েছে। বোর্ড সভায় সিদ্ধান্ত হবে রাখবে কি রাখবে না।’


বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন জানিয়ে নান্নু বলেন, ‘তখন (যদি মেয়াদ না বাড়ে) আমি পরিকল্পনা করব। বোর্ড তো আমাকে কিছু জানায়নি। মাননীয় বোর্ড সভাপতি যখন আমাকে বলবেন কন্টিনিউ করছি না তখন আমি ভাবব। আমাকে তো কিছু করতে হবে। কারণ ক্রিকেট নিয়ে তো সারাজীবন পার করে দিয়েছি। যে কয়দিন বাঁচব কিছু তো করে যেতে হবে, ক্রিকেটের সঙ্গেই থাকব।’


৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হলেও পরবর্তী নির্দেশনা পাওয়ার আগ পর্যন্ত কাজ করে যাবে বর্তমান নির্বাচক কমিটি।