টি-টোয়েন্টি বিশ্বকাপও শেষ হয়ে গেলো এবাদতের

ক্রিকেট দুনিয়া December 26, 2023 1,256
টি-টোয়েন্টি বিশ্বকাপও শেষ হয়ে গেলো এবাদতের

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাঁটুর চোটে পড়েছিলেন এবাদত হোসেন। যে চোট টাইগার এই পেসারকে বঞ্চিত করেছে এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ থেকে। এরপর সেই পায়ে অপারেশনও করেছেন এবাদত। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলছেন না তিনি। এবার জানা গেল আসন্ন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না এবাদতের।


আজ (মঙ্গলবার) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। জানিয়েছেন আগামী বছরের আগষ্টের দিকে মাঠের ক্রিকেটে ফিরতে পারেন সিলেট রকেট খ্যাত এই পেসার। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর বসবে আগামী জুন মাসে।