আইপিএলের কারনে জাতীয় দলে খেলতে পারবেন না মুস্তাফিজ

ক্রিকেট দুনিয়া December 25, 2023 784
আইপিএলের কারনে জাতীয় দলে খেলতে পারবেন না মুস্তাফিজ

আইপিএল ২০২৪ আসরে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েছে কেবল মুস্তাফিজ । দুই কোটি রুপিতে আইপিএলের সফলতম দল চেন্নাই সুপার কিংস অভিজ্ঞ এই পেসারকে দলে নিয়েছে। তবে, আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে পুরো আইপিএল খেলতে পারবেন না ফিজ।


বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান, আইপিএলে অংশগ্রহণের জন্য মোস্তাফিজকে ২২ মার্চ থেকে ১২ মে পর্যন্ত মোট ৫১ দিনের ছুটি দেওয়া হয়েছে। আইপিএলের সময় ঘরের মাঠে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা।


শ্রীলঙ্কা সিরিজে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আর জিম্বাবুয়ের বিপক্ষে ২টি টেস্ট ও ৫টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। দুই দলের বিপক্ষেই টেস্ট সিরিজ দুটিতে মোস্তাফিজ থাকবেন না, তবে সাদা বলের ম্যাচগুলোয় মোস্তাফিজকে পাওয়া যাবে বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘আমরা তাকে ৫১ দিনের ছুটি দিয়েছি। আইপিএল তো আরও লম্বা। এ সময় আমাদের খেলাগুলো খেলবে সে।’


উল্লেখ্য, জাতীয় দলের জার্সিতে টেস্ট ফরম্যাটে অনিয়মিত মুখ মোস্তাফিজ। সর্বশেষ ২০২২ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছেন তিনি।