দ.আফ্রিকা সফরে গিয়ে উধাও হয়ে কোথায় গিয়েছিলেন কোহলি?

ক্রিকেট দুনিয়া December 24, 2023 588
দ.আফ্রিকা সফরে গিয়ে উধাও হয়ে কোথায় গিয়েছিলেন কোহলি?

বিশ্বকাপের পর প্রথমবার সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় পৌঁছে সেখান থেকে উধাও হয়ে গিয়েছিলেন তিনি। প্রস্তুতি ম্যাচেও খেলেননি। অবশেষে সিরিজ শুরু হওয়ার তিন দিন আগে ফিরেছেন এ ব্যাটার।


কোহলি ফেরার পরে জানা গেছে, মাঝের সময়ে তিনি কোথায় গিয়েছিলেন। বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় পৌঁছে সেখান থেকে লন্ডনে গিয়েছিলেন বিরাট। তিনি যে লন্ডনে যাবেন তা আগেই জানিয়েছিলেন। বোর্ড অনুমতিও দিয়েছিল। সেই কারণে প্রস্তুতি ম্যাচে খেলেননি বিরাট। তবে টেস্ট সিরিজে কোহলি খেলবেন।


নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্তা বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় যাওয়ার জন্য ১৫ ডিসেম্বর দেশ ছাড়ে কোহলি। সেখানে গিয়ে তিন-চারটি অনুশীলন সেশনে ছিলেন। তারপর ১৯ ডিসেম্বর ও লন্ডনে যায়।’


এরপর তিনি বলেন, ‘পরের কয়েক দিন কোহলি লন্ডনেই ছিল। সেখান থেকে ফিরে দলের সঙ্গে যোগ দিয়েছে। রোববার থেকে আবার ও অনুশীলন শুরু করবে।’ তবে কী কারণে কোহলি লন্ডনে গিয়েছিলেন তা জানা যায়নি।


টি-২০ ও ওয়ানডে সিরিজ জেতার পরে ২৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট শুরু। দেশটিতে এখন পর্যন্ত কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। এবার সেই কাজ করে দেখাতে চান রোহিত শর্মারা।


সূত্রঃ ডেইলি বাংলাদেশ